Saturday, July 27, 2024

Moj আর Josh নেশা! চলন্ত ট্রেনের সামনে সেলফি ভিডিও নিতে গিয়ে কাঁসাই ব্রিজে দুর্ঘটনায় মৃত ২ যুবক ! আশংকায় আরও ১

2 to 10 second video on Moj or Josh or Instagram. Thousands of shares as soon as uploaded. And in the greed of that share, standing with one's life in hand, in front of death. Two youths were killed when a train hit them on the Kansai river bridge between Kharagpur and Medinipur while they were taking selfies on Saturday afternoon. Another young man in danger. Railway Protection Force (RPF) sources said the dead and injured were residents of Medinipur town and its environs. Their names are Mustaq Ali Khan, Abir Gain. The name of the injured youth is Junmat Gain. According to RPF sources, the incident took place around 4.35 pm on Saturday when the 38826 Down Howrah-bound local train was leaving Medinipur station and boarding the old bridge at Kansai. According to eyewitnesses, the driver of the train saw them from a distance and repeatedly sounded the alarm, but the person who was taking selfies did not pay any attention at first. The train came very close when they came to their notice. After that the youths started running towards Kharagpur towards Kansai Halt. The driver also tried hard to reduce the speed of the car but it was not possible till the end. 3 people were hit by the train.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পেছন থেকে ছুটে আসছে ট্রেন কিংবা কোনও জান্তব ধাবমান বস্তু। হাড় হিম করা টান টান সাসপেন্স। Moj অথবা Josh কিংবা Instagram এ ২ থেকে ১০ সেকেন্ডের ভিডিও। আপলোড করা মাত্রই হাজার হাজার শেয়ার। আর সেই শেয়ারের লোভেই প্রাণ হাতে করে দাঁড়িয়ে পড়া মৃত্যুর সামনে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
ব্রিজ থেকে নিচে

শনিবার ছুটির বিকালে তেমনই সেলফি তুলতে গিয়ে খড়গপুর আর মেদিনীপুরের মধ্যবর্তী কাঁসাই নদীর ব্রিজে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। আশঙ্কায় আরও এক যুবক। রেল সুরক্ষা বাহিনী (RPF)সূত্রে জানা গেছে মৃত এবং আহতরা মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তাঁদের নাম মুস্তাক আলি খান , আবীর গায়েন। আহত যুবকের নাম জুনমত গায়েন। প্রত্যেকেই মধ্য তিরিশের যুবক।

Down from the bridge

RPF সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪.৩৫ নাগাদ যখন 38826 ডাউন হাওড়াগামী লোকাল ট্রেন মেদিনীপুর স্টেশন থেকে ছেড়ে কাঁসাইয়ের পুরানো ব্রিজে উঠছিল। আরপিএফ সূত্রে জানানো হয়েছে সেলফি গ্রহণরত যুবকদের ট্রেনের চালক ব্রেক কষে ট্রেন দাঁড়ানোর চেষ্টাও করে। ঘাড়ের ওপর যমদূত দেখতে পেয়ে তিন যুবকও ট্রেনের সামনে সামনে ছুটে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করে কিন্তু অপরিসর জায়গা হওয়ায় সেটা সম্ভব হয়নি। ৩জনকেই ধাক্কা মারে ট্রেনটি। একজন ট্রেনের ধাক্কাতেই মারা যায়। অন্যজন ছিটকে সেতুর নীচে পড়ে মারা যায়। অন্যজনও ছিটকে পড়ে ট্রেন লাইনের বাইরে। তাঁর চিকিৎসা চলছে।

আরপিএফ সূত্রে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, বিকালের দিকে কাঁসাইনদীর ব্রিজ ও তাঁর সংলগ্ন এলাকাটির নৈসর্গিক দৃশ্য, বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিনই প্রচুর মানুষ ভিড় জমান। এরই একটা অংশ চলে আসেন কাঁসাইয়ের নতুন ব্রিজের ওপর। এরা সাধারণত নতুন নির্মিত ব্রিজে জায়গায় দাঁড়িয়ে গল্পগুজব করেন, আড্ডা মারেন, ছবি তোলেন। এই ব্রিজে যথেষ্ট জায়গা আছে, ট্রেন আসলে সরে যাওয়া যায়। এখানেও অনেকে সেলফি তোলেন। কিন্তু এই যুবকরা পুরানো ব্রিজে গিয়ে চলন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে গেছিলেন যার অবিমৃশ্যকারীতার ফসলই হল আজকের এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের চালক ওদের দূর থেকে দেখতে পেয়ে বারবার সাবধান করে হর্ন বাজাচ্ছিলেন কিন্তু সেলফি তোলায় মশগুল প্রথমে সেদিকে নজরই দেননি। যখন তাঁদের নজরে আসে তখন ট্রেন অনেকটাই কাছে চলে এসেছে। এরপরই যুবকরা খড়গপুরের দিকে কাঁসাই হল্ট অভিমুখে ছুটতে থাকে। চালকও চেষ্টা করে প্রাণপনে গাড়ির গতি কমাতে কিন্তু শেষ অবধি তা আর সম্ভব হয়নি। ট্রেনের ধাক্কায় ছিটকে যান ৩জনই।

- Advertisement -
Latest news
Related news