Wednesday, May 22, 2024

Kharagpur Midnapore Weather: টানা ২দিন ১৮ ডিগ্রির ঘরেই পারদ! খড়গপুর মেদিনীপুরের শীত আটকাচ্ছে নিম্নচাপ, ফের ভাইফোঁটাতে মিলবে ঠান্ডার আমেজ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: হিসাব অনুযায়ী খড়গপুর মেদিনীপুরে শুক্রবার আরও ১ডিগ্রি নেমে যেতে পারত পারদ কিন্তু নামলনা নিম্নচাপের জন্যই। যদিও নিম্নচাপের এই বাধা বেশিক্ষন স্থায়ী হবেনা বলছেন আবহাওয়াবিদরা। শনিবার ভাইফোঁটার রাত থেকে ফের মালুম হবে কড়া ঠান্ডা। চলতি মরশুমে খড়গপুর মেদিনীপুরে এখনও অবধি সর্বনিম্ন তাপমাত্রা ছিল কালীপুজোর আগের দিন বুধবার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ওইদিন তার আগের দিনের চেয়ে গড় তাপমাত্রাও কমে যায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২২ডিগ্রি সেন্টিগ্রেড আর গড় তাপমাত্রা ছিল ২৩.৮৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আগের দিনের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১ডিগ্রি এবং গড় তাপমাত্রা দেড় ডিগ্রি কমে যায়। ফলে ওইদিন উত্তুরে হাওয়ার প্রভাব ভালোই মালুম হয়েছিল। আশা করা হয়েছিল কালীপূজার দিন ঠান্ডা আরও বেশি মালুম হবে। যদিও তা হয়নি।

কালীপূজার দিন অর্থাৎ বৃহস্পতিবার তাপমাত্রা খানিকটা বেড়ে যায়। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ১৮.৯৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং দিনের গড় তাপমাত্রা বেড়ে হয় ২৩.৮৬ ডিগ্রি। আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। হঠাৎই গরম অনুভূত হতে শুরু করে, উত্তুরে হাওয়া থমকে যায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরবসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে  উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এই কারনে দক্ষিণভারতে বৃষ্টি হতে পারে তবে বাংলায় এর প্রভাব পড়বেনা। কারন খড়গপুর মেদিনীপুর সন্নিহিত অঞ্চলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৫২ শতাংশের মত রয়েছে।

শীত যে আশেপাশেই রয়েছে তা মালুম করিয়ে দিয়েছে পুরুলিয়া, বীরভূম। কালীপুজোর রাতে এই জেলাগুলির তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে রীতিমতো শীতের পোশাক পরতে দেখা গিয়েছে অনেককেই। নিদেন পক্ষে গায়ে চাদর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়া ও শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি। আপাতত ওই এলাকার তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭ ডিগ্রির আশেপাশেই। সকালের দিকে কুয়াশায় ঢাকবে এলাকা। রাতে অনুভূত হবে শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে রাতে আরও কমবে তাপমাত্রা। ফলে মনোরম পরিবেশেই কাটাবেন ভাঁইফোটা।

ওদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি। তবে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহেই আরও নামবে দার্জিলিংয়ের তাপমাত্রা। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট ও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে।

- Advertisement -
Latest news
Related news