Saturday, July 27, 2024

Kharagpur Midnapore : খড়গপুরে প্রদীপই জ্বাললেন মমতা, মেদিনীপুরে সৌমেন! কোন্দল সামাল দিতে ওল্ড ইজ গোল্ড থিওরি

Chief Minister Mamata Banerjee maintained the old is gold theory. There is a lot of risk to do something new, the claimant will also increase. Probably from this thought he chose Pradeep Sarkar for Kharagpur municipality, just like he chose senior leader Soumen Khan for Medinipur. The envelope arrived on Monday, the swearing-in will take place on Wednesday, before Ajit Maiti, a senior leader in charge of municipal elections, opened the envelope sent by the state to the party office in Medinipur on Tuesday evening. The names of the chairmen and vice chairmen of 7 municipalities of West Midnapore district were announced in that envelope. Pradeep Sarkar and Taimur Ali have been announced as vice-chairmen of Kharagpur. On the other hand, Anima Saha's name has been announced as the vice chairman along with Soumen Khan in Medinipur municipality.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ওল্ড ইজ গোল্ড থিওরিই বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কিছু করতে যাওয়ার ঝক্কি অনেক, দাবীদারও বাড়বে সম্ভবতঃ এই ভাবনা থেকেই খড়গপুর পুরসভার জন্য প্রদীপ সরকারকেই বেছে নিলেন তিনি, যেমন মেদিনীপুরের জন্য বেছে নিয়েছেন প্রবীণ নেতা সৌমেন খানকে। খাম পৌঁছে গেছিল সোমবারই, বুধবার হবে শপথ গ্রহণ, তার আগে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ে রাজ্যের পাঠানো খাম খুললেন পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রবীণ নেতা অজিত মাইতি। সেই খামে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হল। খড়গপুরে চেয়ারম্যান পদে প্রদীপ সরকারের পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে তৈমুর আলির নাম। অন্যদিক মেদিনীপুর পৌরসভায় প্রদীপ সরকারের পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে অনিমা সাহার নাম।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

খড়গপুর মেদিনীপুর সহ সমস্ত পৌরসভাতেই ঘোষিত চেয়ারম্যানের বিরুদ্ধ গোষ্ঠী রয়েছে। খড়গপুর ও মেদিনীপুর পুরসভাতে বরং বিরুদ্ধ গোষ্ঠীরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যা প্রমান হয়েছে পুর নির্বাচনের ফল বের হওয়ার পরও। নির্বাচনে জয়ী কাউন্সিলরদের সম্বর্ধনা সভায় হাজির হননি অনেকেই। এই গরহাজিরার উদ্দেশ্যে ছিল চলতি বিদায়ী পৌরপিতাদের প্রতি নিজেদের অনাস্থা প্রকাশ করা। যদিও সেই অনাস্থায় কর্ণপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতই এবারও রাজ্যের ১০৮টি পৌরসভারই বোর্ডগঠনের ওপর নজর রেখেছেন তিনি এবং তাঁরই ইচ্ছামতই ঘোষিত হয়েছে চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের নাম, এমনটাই মনে করা হচ্ছে।

অন্যদিকে জেলার অন্য ৫ টি পৌরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নাম করা হয়েছে ঘাটালে। এই ৫টি পুরসভা হল ঘাটাল, খড়ার, চন্দ্রকোনা, ক্ষীরপাই ও রামজীবনপুর।ঘাটাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন কান্তি বেরা,ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অজিত দে। খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সন্ন্যাসী দোলই, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পূর্বা ভুঁইয়্যা। অপরদিকে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিমা পাত্র, ভাইস চেয়ারম্যান করা হয়েছে মেনকা ধাড়াকে। এদিকে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন দূর্গাশঙ্কর পান এবং ভাইস চেয়ারম্যান হলেন আলপনা পাত্র।

দূর্গাশঙ্কর পান বাম আমলে ক্ষীরপাই পৌরসভার দায়িত্ব সামলেছেন পরে তিনি তৃণমূলে যোগ দিলে তার পরেই ক্ষীরপাই পৌরসভার দায়িত্বভার দিয়ে এসেছে তৃণমূল, এবারও তার ব্যতিক্রম হলনা। মহকুমার অপর একটি পৌরসভা রামজীবনপুরে চেয়ারম্যান করা হয়েছে কল্যাণ তেওয়ারিকে এবং ভাইস চেয়ারম্যান করা হয়েছে শিউলি সিং ভট্টাচার্যকে।উল্লেখ্য,ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে ৩ টি বিরোধী শুন্য,২ টি পৌরসভার ১ টিতে একজন নির্দল জয়ী হয় এবং আর একটিতে ২ টি ওয়ার্ডে দুজন বিজেপি প্রার্থী জয়ী হয়। এবার ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে ৩ টিতে নতুন মুখ আনা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news