Saturday, July 27, 2024

Midnapore: মেদিনীপুরে বৃহত্তর সামাজিক পরিষেবা প্রদান শিবির থেকেও ভেদাভেদ হীন সৌভাতৃত্ব গড়ার ডাক

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: সাম্প্রদায়িক এবং গোষ্ঠী বিভাজনের ছায়া দীর্ঘতর হচ্ছে গত কয়েকবছর ধরেই। এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার বিভিন্ন কৌশল বিষ ছড়াচ্ছে সমাজে। তারই বিরুদ্ধে এই রাজ্য এবং দেশে সৌভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার শপথ উঠে আসল মেদিনীপুর সদর ব্লকের একটি বৃহত্তর সামাজিক পরিষেবা মঞ্চ থেকে। রবিবার এই বৃহত্তর সামাজিক পরিষেবা প্রদান অনুষ্ঠানটি হয়েছে বেলিয়াডিহি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যার মূল উদ্যোক্তা ছিলেন বেনাডিহি রানীপাটনা আল আমিন ইয়ুথ ফাউন্ডেশন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পূর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতালের সহযোগিতায় আল আমিন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এদিন একগুচ্ছ সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যার মধ্যে প্রধান ছিল স্থানীয় মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন কেন্দ্র। সংস্থার সদস্যরা জানিয়েছেন এই শিবিরে ১৬০জনের চক্ষু পরীক্ষা করা হয় মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহায়তায়। এরমধ্যে ৩২ জনের আগামী দিনে ছানি অপারেশনের জন্য ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার এঁদের অপারেশন করা হবে। পাশাপাশি প্রায় ৮০ জন আজ নিজেদের হৃৎযন্ত্র পরীক্ষা করিয়েছেন।

উপরি উক্ত পরিষেবা ছাড়াও প্রায় ১০০ জনের সাধারণ স্বাস্থ্যপরীক্ষা পরিষেবা এবং প্রায় ৫০জনের চর্মরোগ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও রোটারি আই হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। পাশাপাশি ১২০০ জন মানুষকে এদিন ফলের চারাগাছ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানেউপস্থিত ছিলেন মেদিনীপুর সদর ব্লকের বিডিও সুদেষ্ণা দে মৈত্র, মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, খড়গপুর গ্রামীন বিধায়ক দীনেন রায় সহ বিভিন্ন ব্যক্তিত্ব।

আল আমিন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সাহিদুল হক জানিয়েছেন, কাঁসাই নদীর প্রান্তিক অববাহিকায় অবস্থিত এই গ্রামগুলির অধিবাসীদের পরিশ্রমসাধ্য জীবন। বিভিন্ন সম্প্রদায় এখানে যুগের পর যুগ বাস করে আসছেন পাশাপাশি। সেই মানুষদের অনেকেই আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাননা অনেক সময়। তাঁদের জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমরা মনে করি এই ধরনের সামাজিক আদান প্রদান আমাদের সৌভাতৃত্ব ও মিলনের কৃষ্টিকে আরো সুদৃঢ় করবে।

- Advertisement -
Latest news
Related news