Saturday, July 27, 2024

Kharagpur Rly Job: খড়গপুর সহ দক্ষিণপূর্ব (SErly)রেলে হচ্ছে নিয়োগ! ক্লাশ টেন আর আইটিআট(ITI) পাশ করলেই আবেদন করতে পারেন

Railway authorities are going to appoint apprentices for a group of posts in South East Rallyway. And most of the recruitment is going to be in Kharagpur division. Appointment to the post of Apprentice generally means that the job is ripe. And the biggest thing here is that the standard of qualification is nothing more. Application can be made only after passing class ten or secondary if ITI has been passed. Apprentice means apprentice. In other words, the railways will first make you suitable for the job and hire you. It is said that Railway Jobs is going to fill about eighteen hundred posts. A total of 1785 Apprentice posts will be recruited. Eligible candidates can apply on the official website rrcser.co.in. The last date of application is December 14 of this year. 360 vacancies in Kharagpur Main Workshop. 87 in Kharagpur Workshop Signal and Telecom Department, 120 in Track Machine Workshop, 28 in SSE (Works) Engineer post, 121 in goods and Wagon Depot, 50 in Kharagpur Diesel Locoshed, 90 in Sr.DEE (G) Post, 40 in TRD Depot. In other words, a large part of the recruitment will be in Kharagpur.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণপূর্ব (South Eastren Raliway) রেলে একগুচ্ছ পদে অ্যাপ্রেন্টিইস (Apprentice) নিয়োগ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। আর এরমধ্যে সর্বাধিক নিয়োগ হতে চলেছে খড়গপুর ডিভিশনেই। মোটামুটি ভাবে অ্যাপ্রেন্টিইস পদে নিয়োগ মানেই চাকরি পাকা। আর সবচেয়ে বড় কথা এখানে যোগ্যতার মান এমন কিছুই বেশি নয়। স্রেফ ক্লাশ টেন বা মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে যদি সঙ্গে ITI পাশ করা থাকে। অ্যাপ্রেন্টিইস মানে হচ্ছে শিক্ষানবিশ। অর্থাৎ আগে আপনাকে কাজের উপযোগী তৈরি করে নিয়োগ করবে রেল।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বলা হচ্ছে প্রায় আঠারোশো পদে নিয়োগ করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল (Railway Jobs)। মোট ১৭৮৫ টি অ্যাপ্রেন্টাইস পদে নিয়োগ (Recruitment) করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট rrcser.co.in এ  আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ চলতি বছরের ডিসেম্বরের ১৪ তারিখ।

ACT Apprentice পদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।  খড়গপুর মেন ওয়ার্কশপে শূন্যপদ ৩৬০টি। খড়গপুর ওয়ার্কশপে সিগন্যাল ও টেলিকম বিভাগে ৮৭, ট্র্যাক মেশিন ওয়ার্কশপে ১২০টি, SSE (Works) ইঞ্জিনিয়ার পদে ২৮টি, মালবহন ও ওয়াগন ডিপোয় ১২১টি, খড়গপুর ডিজেল লোকোশেডে ৫০টি, Sr.DEE(G) পদে ৯০ টি, TRD ডিপোয় ইলেকট্রিক বিভাগে ৪০টি। অর্থাৎ একটি বড় অংশের নিয়োগ হবে খড়গপুরেই।

এছাড়াও টিকিয়াপাড়া EMU শেডে ইলেকট্রিক বিভাগে ৪০টি, সাঁতরাগাছি ইলেকট্রিক লোকো শেডে ৩৬ টি পদে নিয়োগ হবে। পাশাপাশি চক্রধরপুর, টাটানগর, আদ্রা, রাঁচি, ঝারসুগুড়া, সিনি, বোকারো স্টিল সিটি ডিভিশনেও প্রচুর নিয়োগ করা হবে।

এই পদে আবেদনের জন্য ন্যুনতম দশম শ্রেনী পাস হতে হবে। একইসঙ্গে আইটিআই এর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। আবেদনরে জন্য চার্জ লাগবে ১০০ টাকা। যদিও SC/ST/PWD ও মহিলা আবেদনকারীদের জন্য কোনও ফি লাগবে না। অনলাইন মোড বা চালানের মাধ্যমে ফি জমা  দেওয়া যাবে। rrcser.co.in ওয়েবসাইটে বিস্তারিত নোটিফিকেশন দেখা যাবে।

- Advertisement -
Latest news
Related news