Saturday, July 27, 2024

Kharagpur Puja Carnival: পূজার শহরবাসীকে নতুন উপহার খড়গপুর পুরসভার! চার দশক পর ফের শহরে ফিরছে কার্নিভাল

This time the carnival in the style of Kolkata is also in the city of Kharagpur. This carnival is going to be held on October 7 with about a dozen of the best idols of Rail city. The idols will be kept at a specific place where the visitors can see the best idols of the city at the same time. Kharagpur Municipal Corporation Chairman Pradeep Sarkar said, "We are happy to inform that the Chief Minister himself has shown special interest in the Kharagpur city carnival. We have already spoken to the district administration. A round of meetings have been held with the Kharagpur Sub-Divisional officer and officials regarding the preparations for the carnival. I will discuss with the railway administration. There are some bumps, some barriers etc. in the railway area. As a result, a route map needs to be prepared for which route the idols will be brought to the carnival venue. The cooperation of the railways is needed in this regard." The exact location of the carnival is yet to be finalised. Pradeep Sarkar said, "For now, we want the place in front of the municipality where the dol festival is celebrated on a large scale. Because this place is the junction of three major roads and the roads of the entire Kharagpur city are connected to those three broad roads. It will be convenient to bring the idol. But again, all It depends on the railway administration because that place also belongs to the railway."

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: কলকাতার ধাঁচে এবার কার্নিভাল খড়গপু্র শহরেও। আগামী ৭ই অক্টোবর রেলশহরের সেরা প্রায় এক ডজন প্রতিমা নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই কার্নিভাল। একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে ওই প্রতিমা গুলি যেখানে দর্শনার্থীরা একই সাথে দেখতে পারবেন শহরের সেরা প্রতিমা গুলি। খড়গপু্র পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জানিয়েছেন, “আমরা সানন্দের সংগে জানাচ্ছি যে, মুখ্যমন্ত্রী নিজে খড়গপুর শহরের কার্নিভাল নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। খড়গপু্র মহকুমা শাসক ও পদস্থ আধিকারিকদের সঙ্গে কার্নিভালের প্রস্তুতি নিয়ে এক দফা বৈঠক হয়ে গেছে। এবার আমরা রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করব। রেলের এলাকায় কিছু বাম্প কিছু বেরিয়ার ইত্যাদি রয়েছে। ফলে কোন পথ দিয়ে প্রতিমা গুলিকে কার্নিভাল স্থানে আনা হবে তার একটি রুট ম্যাপ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে রেলের সহযোগিতা দরকার আছে।”

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ঠিক কোন স্থানে এই কার্নিভাল হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। প্রদীপ সরকার জানিয়েছেন, ” আমরা আপাতত চাইছি পৌরসভার সামনে যেখানে বড় আকারে দোল উৎসব পালন করা হয় সেই জায়গাটি। কারন এই জায়গাটি তিনটি বড় রাস্তার সংযোগ স্থল এবং সমগ্র খড়গপু্র শহরের রাস্তাগুলি ওই তিন প্রশস্থ রাস্তার সঙ্গে যুক্ত। প্রতিমা আনতে সুবিধা হবে। তবে আবারও বলছি সবটাই নির্ভর করছে রেল প্রশাসনের ওপর কারন ওই স্থানটিও রেলের।” পুরসভা প্রাথমিক ভাবে এই কার্নিভালে শহরের সেরা ১০টি প্রতিমা রাখতে চাইছে। সরকার জানিয়েছেন, খুব বেশি হলে ১২ টি প্রতিমা তার একটাও বেশি হবেনা। প্রতিমা গুলি আনার জন্য একেকটি পূজো কমিটি সর্বাধিক ৩টি গাড়ি ব্যবহার করতে পারবেন বলে নিয়ম বেঁধে দিয়েছে খড়গপু্র পুরসভা।

কোন কোন কমিটি এখানে প্রতিমা আনতে পারেন তা ঠিক করবে পুরসভার তৈরি করে দেওয়া একটি নির্দিষ্ট কমিটি। কার্নিভালে প্রতিমা রাখতে চান এমন উদ্যোক্তাদের আবেদন করতে হবে। এরপর পুরসভার তৈরি কমিটি সেগুলি পরিদর্শন করতে যাবেন। তাঁদের বিচারে সেরা প্রতিমা গুলিকে রাখা হবে ওই কার্নিভালে। সাধারন দর্শনার্থী ছাড়াও শহর এবং জেলার বিশিষ্ট ব্যাক্তিত্বদের সপরিবারে আমন্ত্রন জানানো হবে পুরসভার পক্ষ থেকে ওই কার্নিভাল দেখার জন্য। পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে শহরের ইতিহাসে প্রথম বলে দাবি করা হয়েছে যদিও শহরের বরিষ্ঠ নাগরিকরা বলছেন, সরকারি উদ্যোগে প্রথম হলেও বেসরকারি উদ্যোগে এর আগে কার্নিভাল হয়েছে। আশির দশকে কার্নিভাল শেষ দেখেছে খড়গপু্র শহর। তখন কার্নিভাল হতে দেখা গেছে বর্তমান আইআইটি বাইপাশের ডিভিসি বাজার সংলগ্ন ময়দানে। জি- টাইপ দুর্গামন্দির, ভারত সঙ্ঘ, তরুণ সঙ্ঘ, তালবাগিচা, ঝুলি এলাকার প্রতিমা আসত সেখানে। প্রতিযোগিতা হত। যাইহোক পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা।

- Advertisement -
Latest news
Related news