Saturday, July 27, 2024

Kharagpur Crime: খড়গপুর দাপাচ্ছে সেই দুই ছিনতাইবাজ! সিসিটিভি যথেষ্ট নেই, অসহায় পুলিশ

Wednesday at ten o'clock in the morning. An old woman named E Hemlata alias Usha was returning home from the market. According to the police, two miscreants snatched three loads of gold mangalsutra from the neck of an old man and ran away in the name of knowing the address of a place. After the incident, he went to Kharagpur Town Police Station. Has filed a complaint. Meanwhile, the BJP leaders have been vocal about the snatching incidents. They said they would take part in a protest against one such robbery after another in the city's railway area.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর দাপাচ্ছে সেই দুই ছিনতাইবাজ। সেই লম্বা ছিপছিপে নায়কোচিত চেহারা। মুখে মাস্ক, আর অত্যন্ত বিনয় নিয়ে কোনও একটি জায়গার ঠিকানা জানতে চেয়ে মহিলাদের খুব কাছাকাছি চলে যাওয়া আর তারপর হঠাৎই গলার মূল্যবান হার ছিনিয়ে নিয়ে পালানো। অন্যদিকে সহযোগী ছিনতাইবাজ যুবকটির মাথায় ফুল হেলমেট। বাইক চালু করে দাঁড়িয়ে থাকা। অপারেশনের পরই সেই বাইকে চড়ে পালিয়ে যাওয়া। ৫ দিনের মাথায় হুবহুব একই কায়দায় ছিনতাই খড়গপুর শহরে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বুধবার সকাল দশটা নাগাদ। ই হেমলতা ওরফে উষা নামে এক প্রৌঢ়া যখন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে একটি স্থানের ঠিকানা জানতে চেয়ে ঠিকানা জানার নাম করে কাছে এসে এক প্রৌঢ়ার গলা থেকে তিন ভরি সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। ঘটনার পর তিনি খড়গপুর টাউন থানায় যান। একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে পরপর এই ছিনতাইয়ের ঘটনায় সরব হয়েছেন বিজেপির নেতারা। তাঁরা শহরের রেল এলাকায় এইভাবে একের পর এক ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামবেন বলে জানালেন।

জানা গেছে ই হেমলতা পুলিশকে এই প্রৌঢ়া জানিয়েছেন এইদিন তিনি খড়গপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি একই এলাকায়। বাড়ি ফেরার পথে স্থানীয় ইয়ুথ ক্লাব পার্ক গেটের সামনে মোটরবাইকে চেপে দুই যুবক আসে। সামনে থেকে গলা থেকে সোনার মঙ্গলসূত্র ছিনতাই করে পালায়। ঘটনার পর রীতিমতো আতঙ্কিত এই প্রৌড়া জানিয়েছেন এই মঙ্গলসূত্রে ছয়টি সোনার লকেট ছিল। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

তবে এইদিন ঘটনার পর বিপর্যস্ত এই প্রৌঢ়ার পাশে স্থানীয় ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর পূজা নাইডু ও বিজেপির খড়গপুর শহর মধ্য মন্ডলের সভাপতি তারকেশ্বর রাও পাশে দাঁড়িয়েছেন। ঘটনার কথা ও অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি স্বীকার করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ” দুই জনের এক দুষ্কৃতীর দল এই কান্ডগুলি ঘটাচ্ছে। তাদের ধরার চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনাস্থলগুলিতে সিসিটিভি ক্যামেরা না থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে।”

উল্লেখ্য পাঁচ দিন আগে কুড়ি মিনিটের ব্যবধানে পরপর দুটি গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল শুক্রবার সকালে। কে মিনাক্ষী নামে খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকার বাসিন্দা এক মহিলার বাড়ির সামনে গলা থেকে সোনার হার ছিনতাই হয়েছে। আর কুড়ি মিনিট পর ১৩ নম্বর ওয়ার্ডের এম এস টাইপ এলাকার বাসিন্দা এ উমা নামে এক প্রৌঢ়ার গলা থেকে সাড়ে তিন ভরির সোনার হার ছিনতাই হয়। তখন তিনি পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। এদিকে শহরের পশ্চিম প্রান্তে রেল ওয়ার্ডগুলির এই এলাকাগুলিতে একের পর এক হার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। জোর কদমে তদন্ত পুলিশের।

- Advertisement -
Latest news
Related news