Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: খড়গপুর মেদিনীপুরের আকাশে জমেছে মেঘ! ফের বৃষ্টির পূর্বাভাস,পুরো সপ্তাহ জুড়েই চলতে পারে বৃষ্টি, জারি হল হলুদ সতর্কতা

According to the forecast of the Hawa Office, the amount of rainfall will start in South Bengal with Midnapore from Wednesday. In some areas scattered on the first day, it will increase gradually levels. There is a possibility of rain on Saturday in the coast of South Bengal. Reduce the amount of rainfall from Sunday. The weather office has already issued yellow warnings with precipitation forecast. These yellow warnings for the districts of South Bengal have been issued in Purulia, Bankura, 2 Burdwan, 2 Midnapur, Howrah, Hughli and 24 twenty-four parganals. Darjeeling, Kalimpong, Nadia, Eastern and West Burdwan, Birbhum and Murshidabad have the potential of rain as well as the rain. There is also a possibility of hail in the district and hill areas of the West.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহটা সম্ভবতঃ খুবই খারাপ কাটতে চলেছে খড়গপুর ও মেদিনীপুর বাসীর (Kharagpur & Midnapore)। ইতিমধ্যে মেঘ জমতে দেখা গেছে দুই শহরের মাথায়। শুরুর দিন অর্থাৎ আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Station)। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন হঠাৎ করে
শীতের কামড় কমে যাওয়ার মধ্যেই ফের বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। আর কারন হিসাবে দায়ী করা হয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝাকেই।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঠান্ডার প্রভাব কমার সাথে সাথে চড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে যাচ্ছে উত্তুরে বাতাস। এরফলে সমুদ্র থেকে উঠে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যা কেন্দ্রীভূত হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে বিশেষ করে সমুদ্র সংলগ্ন এলাকায়। আর তারই প্রভাবে সোমবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত। পূর্বাভাস অনুসারে
সোমবার থেকে হালকা বৃষ্টি দেখা গেলেও, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাতের পরিমান বাড়তে থাকবে। প্রথম দিন বিক্ষিপ্ত কিছু এলাকায় বৃষ্টি হলেও ধীরে ধীরে বাড়বে মাত্রা। শনিবার দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমান। বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলার জন্য এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তারমধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ২৪ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘনকুয়াশার পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। পশ্চিমের জেলা ও পার্বত্য এলাকায় আবার শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

- Advertisement -
Latest news
Related news