Saturday, July 27, 2024

Weather Kharagpur-Midnapur: এখুনি বর্ষা থেকে মুক্তি নেই খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের, ফের ঘনীভূত নিম্নচাপ! শনি থেকে বৃষ্টি চলতে পারে টানা ৫দিন

The meteorological department has made it clear that although it started raining on Saturday, heavy rains are likely on Sunday in West and East Midnapore and Jhargram. There will be more rainfall in the west outside the coast. Therefore, it can be assumed that there will be more rain in Kharagpur and Medinipur near Jhargram. And in these few days, the inconvenience caused by the ingress of water vapor into the south wind will increase. The city's temperature is expected to rise in the next 48 hours. There will be light clouds and humidity in the sky. Climate change will increase rain from Sunday. Chance of heavy rain in coastal districts from Sunday night. It may rain for 5 days from Saturday to Wednesday.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মঙ্গল, বুধ, বৃহস্পতিবার টানা বৃষ্টি হয়েছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে। সকাল থেকেই ঝুলে আসছে মেঘ তারপর বেলা বাড়লেই ঝমঝমিয়ে বৃষ্টি। দুপুরের পর বৃষ্টি কমছে কিন্তু ভ্যাপসা গরমে প্রাণ আই ঢাই। পচা ভাদ্রের এমনই নিয়ম বলে কেউ কেউ মাঝে মধ্যে মেঘমুক্ত আকাশ দেখে হয়ত শরতের খোঁজ করছেন কিন্তু এখুনি সেই সম্ভবনা নেই। অন্ততঃ আগামী সপ্তাহের মাঝামাঝি আরও বৃষ্টি হতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বৃহস্পতিবার, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর
ফের তৈরি হওয়া সেই নিম্নচাপের ভ্রুকুটির জেরে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার এই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে এই নিম্নচাপ।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় মঙ্গলবার থেকে ক’দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা কয়েকটি জেলায়। তার মধ্যেই ছিল খড়গপুর মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গা। সঙ্গে অমাবস্যার কোটাল থাকায় সমুদ্র উপকূলের বেশ কিছু অংশ জলে ভেসেছে। দক্ষিণবঙ্গের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি বুধবার থেকেই সরতে শুরু করেছিল ছত্তীসগঢ়ে।

এখন তা আরও চলেছে মধ্যপ্রদেশ ও গুজরাতের দিকে। স্বাভাবিক ভাবেই এরফলে একটু একটু করে আবহাওয়ার উন্নতি হয়েছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে। মঙ্গলবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু এরই মধ্যে আবারও আবহাওয়া দফতর জানিয়ে দিল, সপ্তাহান্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সুস্পষ্ট ভাবেই জানিয়েছে, শনিবার বৃষ্টি শুরু হলেও রবিবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উপকূলের বাইরে পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমান বেশি হবে। তাই ঝাড়গ্রাম লাগোয়া খড়গপুর আর মেদিনীপুরে বৃষ্টি বেশি হবে এটা ধরেই নেওয়া যেতে পারে। আর এই ক’দিন দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢোকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আগামী ৪৮ ঘণ্টায় শহরের তাপমাত্রা বাড়তে চলেছে এই এলাকায়। আকাশে হালকা মেঘ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি বাড়বে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।

- Advertisement -
Latest news
Related news