Saturday, July 27, 2024

Vidhan Sabha Election Result 2022: : উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, মনিপুরে এগিয়ে বিজেপি, পাঞ্জাবে আপ! এগিয়ে যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব, গোয়ায় তৃনমূল নেই

The counting of votes started at 8 am on Thursday and the BJP was seen leading in 220 seats in Uttar Pradesh in 3 hours. The Samajwadi Party is leading in 88 seats from far behind. The condition of the Congress is still very bad. Their other political parties are ahead in 30 seats, with only 4 seats leading. Chief Minister Yogi Adityanath is leading from Gorakhpur constituency. On the other hand, Samajwadi Party leader Akhilesh Yadav is ahead of Karhal Kendra. Note the magic number 202 in the 403-seat Uttar Pradesh Assembly. The trend is still known for 341 seats. Seeing that trend, it seems that BJP can easily reach that number. Although all this is in terms of staying ahead.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পাঁচ রাজ্যের নির্বাচনের গণনা চলার প্রাথমিক প্রবণতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যেই ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। এখনও অবধি ব্যবধান এতটাই স্পষ্ট যে এই প্রবণতা শেষ অবধি বজায় থাকলে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। ( আপডেট পেতে কিছুক্ষণ ছাড়া রিফ্রেস করুন।) অন্যদিকে পাঞ্জাবের ভোট গণনার যে প্রবণতা এখনও অবধি নজরে পড়ছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস ও বিজেপিকে পেছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। যদি তেমনটাই চলতে থাকে তবে নিশ্চিতরূপে পাঞ্জাবের ক্ষমতায় নতুন কোনও রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে দিল্লীর বাইরে এই প্রথমবার বড়সড় রাজ্যের দখল নিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল 8 টায় আর 4 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশে 245 টি আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বিজেপিকে। অনেকটা পেছনে থেকে সমাজবাদী পার্টি 116 টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেসের অবস্থা এখনও অবধি খুবই খারাপ। মাত্র 2টি আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে তাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে রয়েছে 33 টি আসনে। (আপডেট পেতে কিছুক্ষণ ছাড়া রিফ্রেস করুন।)

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুর আসন থেকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কারহাল কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য 403 আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক অংক 202। এখনও অবধি প্রবণতা জানা যাচ্ছে 399 টি আসনের। সেই প্রবণতা দেখে মনে হচ্ছে যে খুব সহজেই সেই অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। যদিও এসবই হচ্ছে এগিয়ে থাকার নিরিখে। (আপডেট পেতে কিছুক্ষণ ছাড়া রিফ্রেস করুন।) অন্যদিকে পাঞ্জাবে যেন ঝড়ের গতিতে এগুচ্ছে আম আদমি পার্টি বা আপ। 117 টি আসনের ম্যাজিক ফিগার যেখানে 59 সেখানে আপ এগিয়ে রয়েছে 91 টি আসনে। কংগ্রেস 17টি আসনে আর অনেক পেছনে পড়ে বিজেপি মাত্র 6টি আসনে এগিয়ে।

গোয়ায় 40 আসনের লড়াইতে ম্যাজিক ফিগার ছুঁতে হলে পাওয়া দরকার 21টি আসন। বিজেপি এগিয়ে রয়েছে 19টি ও কংগ্রেস 11 টিতে। তৃনমূল এবার প্রথম লড়াই শুরু করলেও কোনও আসনেই এগিয়ে নেই তারা। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি 3টি আসনে এগিয়ে। মনিপুরেও এগিয়ে বিজেপি। ৬০ আসনের গণনা চলাকালীন বিজেপি 41 আসনে এগিয়ে। কংগ্রেস 2 ও অন্য দুটি দল আলাদা আলাদা লড়াইয়ে 10 আসনে এগিয়ে। তৃনমূল এখনও অবধি কোথাও এগিয়ে নেই। উত্তরাখন্ডের 70টি আসনের  গণনায় বিজেপি 41 ও কংগ্রেস 26টিতে এগিয়ে। আপডেট পেতে কিছুক্ষণ ছাড়া রিফ্রেস করুন।

- Advertisement -
Latest news
Related news