Saturday, July 27, 2024

Weather Kharagpur Midnapur: ফের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ! সোমবার থেকে বৃষ্টি হবে খড়গপুর মেদিনীপুরে, বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রামেও, মৎস্যজীবীদের সমুদ্র ছাড়ার পরামর্শ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ক্ষনিকের জন্য কিন্তু ভারী বৃষ্টি দেখেছে খড়গপুর মেদিনীপুর শহর। প্রচন্ড গরমের মধ্যে সেই বৃষ্টি খানিক স্বস্তি দিলেও মন ভরেনি দুই শহরের। শুক্রবার দুপুরে খড়গপুর শহরে এবং সন্ধ্যায় মেদিনীপুর শহরে এক পশলা করে ভারী বৃষ্টির রেশ মিলিয়ে যেতেই ফের ভ্যাপসা গরম প্রাণ ওষ্ঠাগত করেছে। সেই পরিবেশ কাটিয়ে ফের দুই শহরের কয়েকঘন্টা ধরে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

যদিও এবার দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় বৃষ্টি অনেকটাই কম হয়েছে। তবে আগামী সাতদিনে অবশ্য আবহাওয়ার বেশ বদল হবে রাজ্যজুড়ে (West Bengal Weather Forecast)। এমনই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্বাভাস মিলেছে সোমবার থেকে ফের ভাসতে চলেছে দুই শহরের সাথে ঝাড়গ্রাম জেলাও।

আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা হয়েছে । যার দরুন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েথে। মঙ্গলবারে বেশি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ সোম এবং মঙ্গলবার রাস্তায় বের হলে বাড়তি সতর্কতা নিতে হবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের বার্তায় বলা হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারনে সমুদ্র উত্তাল হতে পারে। তাই সমুদ্রে থাকা মৎস্যজীবীরা যেন রবিবারের মধ্যে ফিরে আসেন সেই পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এরফলে যেমন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। তেমনি সোমবার এবং মঙ্গলবার দক্ষিনবঙ্গের ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে শুক্রবারের মতো শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনভর মেঘলা থাকবে আকাশ। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, সৌরাষ্ট্র উপকূল এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বৃষ্টিপাত চলছে জেলায় জেলায়। রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি রাজ্যের সর্বত্রই হবে। শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।

- Advertisement -
Latest news
Related news