Saturday, July 27, 2024

Keshpur Rain: টানা বৃষ্টিতে ফের বিপর্যয় কেশপুর! রাজ্য সড়ক সহ গ্রামের পর গ্রাম জলের তলায়, দেওয়াল চাপা পড়ে মৃত্যু গবাদিপশুর

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: টানা ২দিনের বৃষ্টিতে ফের বিপর্যয় নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক এলাকায়। ফের জলের তলায় চলে গিয়েছে ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্য সরকারের পঞ্চমীর কাছে জলের তলায় চলে গিয়েছে। জানা গেছে জমা জলে প্লাবিত হয়েছে ধলহারা, পারুলিয়া, বসনচক, নোনাবেড়া, খিরিসমূল সহ বিভিন্ন গ্রাম। বিভিন্ন জায়গা থেকে একাধিক ঘরবাড়ি ভাঙার খবর আসছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

মঙ্গলবার রাতে একটি মর্মান্তিক ঘটনায় কেশপুর ব্লকের চড়কা গ্রামে একটি মাটির ঘর ভেঙে ৩টি গরুর মৃত্যু হয়েছে।
জানা গেছে চড়কা গ্রামের শেখ আশির উদ্দিন আলী নামের এক ব্যক্তির দোতলা মাটির বাড়িটির সম্পূর্ণরূপে ভেঙে পড়ে।

আর সেই মাটির বাড়ির দেওয়ালের অংশেই চাপা পড়ে মৃত্যু হয় তিন গবাদিপশুর। জানা গিয়েছে ওই তিনটি গবাদিপশু ওই বাড়ির সংলগ্ণ একটি গোয়াল ঘরে বাঁধা ছিল কিন্তু হঠাৎ এই বাড়িটি ভেঙে গোয়াল ঘরের ওপর বাড়ির দেওয়াল পড়ে যাওয়ার কারণেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন গবাদিপশুর।

ঘটনার খবর পাওয়ার পরেই কেশপুর থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত হয় ঘটনাস্থলে এর পরেই জেসিবি মেশিন দিয়ে মৃত ওই গবাদিপশুর দেহগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

এদিকে কেশপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে। বুধবার আরও বেশি করে মাটির বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা থাকায় বিপজ্জনক বাড়িগুলির প্রতি নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ওই সব বাড়ির বাসিন্দাদের সরিয়ে আনার জন্য এবং উদ্ধার কেন্দ্রে তাদের রাখার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। একের পর এক আমন ধানের চারা জলের তলায় চলে যাওয়ায় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

- Advertisement -
Latest news
Related news