Saturday, July 27, 2024

আজ থেকে দাম কমে গেল পেট্রোল ডিজেলের! শুল্ক কমালো কেন্দ্র, নজরে কী উত্তরপ্রদেশ সহ ৭ রাজ্যের ভোট

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ভোট বড় বালাই। তাই যে কাজ এতদিন সম্ভব নয় বলে জানিয়ে যাচ্ছিল কেন্দ্র তাই করল অবশেষে পেট্রাল এবং ডিজেলের ওপর থেকে কিছুটা শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় দাম কমতে চলেছে ওই দুই জ্বালানির। বৃহস্পতিবার থেকেই কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত ফলে একে দীপাবলির উপহার বলেও বলছেন অনেকে। বুধবার জানানো হয়েছে প্রতি লিটার পেট্রলে আবগারি শুল্ক কমানো হল ৫ টাকা। ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা ছাড় দেওয়া হল। আগামী বছরের গোড়াতেই বিধানসভা নির্বাচন হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশ, গোয়া, গুজরাট, পাঞ্জাব এবং মণিপুরে। এই ৭ রাজ্যের ৫টিতেই বিজেপি ক্ষমতায় রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন গো-বলয় ও গুজরাটের ক্ষমতা ধরে রাখতেই মরিয়া হয়ে এই নজির বিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

দেশজুড়ে লাগাতার বেড়েই চলছিল জ্বালানি তেলের মূল্য। প্রায় প্রতিদিনই পালা করে বেড়েছে জ্বালানির দাম। পেট্রোল ১০০ছড়িয়েছিল মাস পাঁচেক আগে। এরপর অক্টোবরের শেষে বহু জায়গায় ডিজেলও সেঞ্চুরি হাঁকায়। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে দাম বৃদ্ধি থেমে থাকেনি কারন পেট্রোল ও ডিজেলের ওপর চড়া হারে সরকারের সেস। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল দেশ জুড়ে। দাবি উঠছিল সেস কমানো অথবা প্রত্যাহারের। বিভিন্ন রাজ্য তাদের শুল্ক কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কারন কেন্দ্র সেস প্রত্যাহার করেনি এমন কি বিভিন্ন দ্রব্যের ওপর, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জিএসটি চাপালেও পেট্রোল ডিজেলে জিএসটি চাপায়নি রাজ্যে।

দেখা গেছে ১০০টাকা লিটার প্রতি পেট্রালে কেন্দ্রের কর থাকে প্রায় ৩৩টাকা এবং রাজ্যের কর কাছাকাছি ১৯টাকা। অন্যদিকে ডিজেলে এই করের পরিমান কেন্দ্রের ৩২ টাকা ও রাজ্যের ১৩টাকা। অর্থাৎ ১০০টাকা পেট্রোলের দাম হলে মোটামুটি ভাবে দুই সরকার মিলে ৫২টাকা কর নেয় আর ডিজেলের ক্ষেত্রে সেটা ৪৫টাকা দাঁড়ায়। মঙ্গলবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১১০.৪৯ টাকা। লিটারপিছু ডিজেল ১০১.৫৬ টাকায় বিকোচ্ছিল। দিল্লিতে আপাতত এক লিটার পেট্রলের দাম পড়ছে ১১০.০৪ টাকা। ডিজেল অবশ্য রাজধানীতে এখনও সেঞ্চুরি হাঁকায়নি। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৯৮.৪২ টাকায় আছে। এই হারে বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কত টাকা কর পাচ্ছে সহজেই অনুমেয়। গত ২৮ সেপ্টেম্বর থেকে পেট্রলের দাম ২৭ বার বেড়েছে। তার ফলে দেড় মাসেরও কম সময় এক লিটার পেট্রলের দাম প্রায় ন’টাকা বেড়ে যায়।

এরই মধ্যে বছর পেরুলেই আসছে উত্তরপ্রদেশের নির্বাচন। কৃষকদের ধারাবাহিক আন্দোলনে একেই ওই রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া জোরালো হতে চলেছে বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থা খুবই খারাপ। নির্বাচনকে সামনে রেখে যোগী সরকার একের পর জনমোহিনী প্রতিশ্রুতি ঘোষণা করেই চলেছেন কিন্তু রোজকার দ্রব্যমূল্যের ছ্যাঁকার তাতে উপশম হচ্ছেনা। বিজেপি বিরোধী হওয়া যে জোরালো হচ্ছে তার প্রমান মিলেছে মঙ্গলবার হিমাচল প্রদেশের উপনির্বাচনের ফলাফলেই। বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য এই হিমাচল প্রদেশে ক্ষমতায় থেকেও তিনটির তিনটি বিধানসভাতেই পরাজিত হয়েছে বিজেপি। পরাজয় এসেছে একমাত্র লোকসভার আসনেও। সম্প্রতি নগরপালিকা ও জেলাপরিষদের নির্বাচনে উত্তরপ্রদেশেও জোর ধাক্কা খেয়েছে দল। মাত্র কয়েকমাসের মধ্যেই ফের নির্বাচন এই দুই রাজ্যে আর তার সঙ্গে গুজরাট সহ আরও ৫রাজ্যে। সেকারনেই কী এই নজিরবিহীন সিদ্ধান্ত?

- Advertisement -
Latest news
Related news