Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Local Train: খড়গপুর মেদিনীপুরের জন্য আরও ৪টি লোকাল শুরু আজ থেকেই! বালিচক রাধামোহনপুর পাঁশকুড়া মেছেদা বাগনান উলুবেড়িয়ার জন্য সুখবর, দেখুন টাইম টেবিল

Due to the lockdown during the corona epidemic, local train movement was stopped across the country for a long time. West Bengal has the longest delay in starting this train service in the country. Even after the launch of that service, South Eastern Railway could not start several local trains or EMU services on the Kharagpur Howrah branch. The reason given was that several coaches were lost as a result of trains falling for a long time. Also some coaches have expired and become unusable. It takes time to develop a new coach. While attempts are being made to slowly bring back local trains as coaches are built. In this way, two pairs of local trains from Kharagpur and Midnipur to Howrah were launched today, Monday, July 18. Also 3 local trains from Amata and Uluberia to Howrah were started on the same day. Here is the time table as the trains used to run earlier. Readers' requests will be matched with the current timetable. Howrah-Medinipur trains are 38829 and 38804 and Howrah-Kharagpur trains are 38727 and 38724 EMU

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: করোনা অতিমারির সময় লকডাউন জনিত কারণে দীর্ঘ সময় দেশজুড়ে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে এই ট্রেন পরিষেবা চালু হতে সর্বাধিক দেরি হয়। সেই পরিষেবা চালু হওয়ার পরেও খড়গপুর হাওড়া শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বা ইএমইউ সার্ভিস চালু করতে পারেনি দক্ষিণ-পূর্ব রেলওয়ে। কারন হিসাবে জানানো হয়েছিল যে, দীর্ঘদিন ধরে ট্রেনগুলি পড়ে থাকার ফলে বেশ কিছু কোচ নষ্ঠ হয়ে যায়। আবার কিছু কোচের সময়সীমা উর্ত্তীণ হয়ে যাওয়ায় সেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। নতুন কোচ তৈরি করতে সময় লেগেছে। যখন যেমনটা কোচ তৈরি হয়েছে তেমনটা ধিরে ধিরে লোকাল ট্রেনগুলি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। সেই ভাবেই আজ সোমবার 18ই জুলাই থেকে খড়গপুর ও মেদিনীপুর থেকে হাওড়া অবধি মোট দুজোড়া লোকাল চালু হল। এছাড়াও একই দিনে আমতা ও উলুবেড়িয়া থেকে হাওড়া অবধি ৩টি লোকাল ট্রেন চালু করা হল। এখানে ট্রেন গুলি আগে যে ভাবে চলত সেই টাইম টেবিল দেওয়া হল। পাঠকদের অনুরোধ বর্তমান টাইমটেবিলের সাথে মিলিয়ে নেবেন। হাওড়া-মেদিনীপুর ট্রেন দুটি হল 38829 ও 38804 আর হাওড়া-খড়গপুর ট্রেন দুটি হল 38727 ও 38724 ইএমইউ

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

38829 হাওড়া মেদিনীপুর । হাওড়া ছাড়বে 19.40 মেদিনীপুর পৌঁছাবে 22.50. সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি ধরতে পারেন 19.56. আন্দুল থেকে 20.03, উলুবেড়িয়া থেকে 20.15, বাগনান থেকে 20.42, কোলাঘাট থেকে 20.56, মেছেদা থেকে 21.02, পাঁশকুড়া থেকে 21.16, হাউর থেকে 21.27, রাধামোহনপুর থেকে 21.32, বালিচক থেকে 21.39 পরবর্তী তিনটি স্টেশন শ্যামচক, মাদপুর ও জকপুরে 21.45, 21.50 ও 21.56 তে খড়গপুর ও মেদিনীপুর আসার জন্য এই ট্রেন ধরতে পারেন। খড়গপুর পৌঁছাবে 22.12 তে। এরপর গিরিময়দান ও গোকুলপুরে ট্রেন ছাড়ার সময় 22.23 ও 22.30.

38804 মেদিনীপুর হাওড়া লোকাল। মেদিনীপুর ছাড়বে 5.42 মিনিটে হাওড়া পৌঁছাবে 8.52 মিনিটে।
দেখে নিন হাওড়া যাওয়ার পথে মূল স্টেশন গুলিতে ট্রেনটি ছাড়ার সময়। গোকুলপুর 5.50, গিরিময়দান 5.55, খড়গপুর 6.07, জকপুর 6.21, মাদপুর 6.26, শ্যামচক 6,31, বালিচক 6.38, রাধামোহনপুর 6.46, পাঁশকুড়া 7.02, মেছেদা 7.17, কোলাঘাট 7,21 বাগনান 7.34, উলুবেড়িয়া 7.47, আন্দুল 8.15, মৌড়িগ্রাম 8.18, সাঁতরাগাছি 8.22। এই ট্রেনটি সমস্ত স্টেশনেই থামবে। কিন্তু সমস্ত তাই বাকি স্টেশনগুলির সময় আন্দাজ করে নিতে হবে।

38717 হাওড়া খড়গপুর লোকালের পুরানো টাইম টেবিল অনুযায়ী ট্রেনটি হাওড়া ছাড়বে 12.55 মিনিটে। সাঁতরাগাছিতে এই ট্রেন ধরতে হবে 13.15 ঘন্টায়। মৌড়িগ্রাম 13.20 আন্দুল 13.23, উলুবেড়িয়া 13.5, বাগনান 14.06, মেছেদা 14.23 পাঁশকুড়া 14.40, রাধামোহনপুর 14.55, বালিচক 15.03, শ্যামচক 15.08, মাদপুর 15.13, জকপুর 15.20 হয়ে খড়গপুর পৌঁছাবে 15.45 ঘন্টায়।

উলটো দিক থেকে খড়গপুর থেকে আবার চালু হচ্ছে 38724 হাওড়া যাওয়ার লোকাল। এটি বিকেল বেলায় হাওড়ার দিকে যাওয়ার ট্রেন। আগের নিয়ম বজায় থাকলে ট্রেনটি খড়গপুর ছাড়বে 17.20 আর হাওড়া পৌঁছাবে 20.10 ঘন্টায়। মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনের সময় দেওয়া হল। জকপুর 17.31, মাদপুর 17.36, শ্যামচক 17.41, বালিচক 17.46, রাধামোহনপুর 17.54, পাঁশকুড়া 18.12, মেছেদা 18.29, কোলাঘাট 18.34, বাগনান 18.49, উলুবেড়িয়া 19.03, আন্দুল 19.33, মৌড়িগ্রাম 19.36, সাঁতরাগাছি 19.40

- Advertisement -
Latest news
Related news