Saturday, July 27, 2024

IAF Helicopter Crashed: জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়া সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪জনের ১৩জনই মৃত! খবর নেই সেনা প্রধানের

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: চিফ ডিফেন্স স্টাফ বিপিন রওয়াতকে নিয়ে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে থাকা ১৪জনের মধ্যে ১৩জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI. মৃতদেহ গুলি এতটাই বিকৃত ও পুড়ে গিয়েছে যে তাঁদের সনাক্ত করনের জন্য DNA পরীক্ষার সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও একমাত্র জীবিত থাকা ব্যক্তিটি কে এবং বিপিন রাওয়াতের শারীরিক অবস্থা কি রকম রয়েছে সে সম্পর্কে কোনও তথ্য সরবরাহ করা হয়নি সরকার বা সেনার পক্ষ থেকে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে নিজের ওয়েলিংটনের সামরিক
সহকর্মীদের সঙ্গে নিয়ে সস্ত্রীক জেনারেল বিপিন রওয়াত একটি হেলিকপ্টারে সূলুরের উদ্দেশে রওনা হয়েছিলেন যা কিনা দুপুর সাড়ে ১২টা নাগাদ তামিলনাড়ুর কুন্নু্রের কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে ভেঙে পড়ে (helicopter crash today)৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে নীলগিরি পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে ওই সেনা কপ্টারটি৷ হেলিকপ্টারে পাইলট বাদেও চোদ্দ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে (Army Helicopter Crash in Tamil Nadu)৷

ঘটনাস্থল ওয়েলিংটনের সামরিক কলেজ থেকে মাত্র ১০কিলোমিটার দুরে যেখানে এমআই সিরিজের IAF Mi-17V5 কপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারটিতে জেনারেল রওয়াত ছাড়াও তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও ব্রিগেডিয়ার এল.এস লিডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দার সিং, উচ্চ পদাধিকারি গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, ল্যাফটেনেন্ট নায়েক বিবেক কুমার, ল্যাফটেনেন্ট নায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল ছিলেন। এই দুর্ঘটনায় এক ঝাঁক সেনানায়কের মৃত্যুর ঘটনা শোকাহত করেছে গোটা দেশকে।

স্থানীয় সূত্রে জানা গেছে যেখানে কপ্টারটি ভেঙে পড়েছে সেটি অত্যন্ত দুর্গম এলাকা। পাহাড় ও জঙ্গলময় বন্ধুর পথে অপারেশন চালাতে হয়েছে। স্থানীয় একটি উপজাতিদের মন্দির স্থল থেকে রাস্তা ব্যবহার করে এই উদ্ধার কার্য চালানো হয়েছে। ফলে বেশকিছুটা সময় লেগেছে ঘটনাস্থলে পৌঁছাতে। উদ্ধার হওয়া দেহগুলি পুড়ে কাঠ কয়লার মত অঙ্গারে পরিণত হয়েছে। ফলে সনাক্ত করা মুশকিল হয়ে পড়েছে।

- Advertisement -
Latest news
Related news