
শশাঙ্ক প্রধান : পশ্চিমী ঝঞ্জা কাটতেই ফের হু হু করে বইতে শুরু করেছে উত্তুরে হওয়া। গত তিনদিনে পারদ নামছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ঘন্টায় ২ ডিগ্রী পারদ নেমেছে আগের দিনের চেয়ে। রবিবার মধ্যরাতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রী সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে খড়গপুর ও তার সংলগ্ন এলাকায়। আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ওয়েদার রিপোর্ট বলছে ঘন্টায় ১৩ কিলোমিটার গতিবেগে বইছে উত্তুরে বাতাস। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায় মৃত্যু হয়েছে এক অগ্নিদগ্ধ বৃদ্ধার। বেশ কিছুদিন আগে আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিলেন তিনি। গতকাল সবং গ্রামীন হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম রমণী সিং। ৬০ বছরের ওই বৃদ্ধা সবং বাজার এলাকায় থাকতেন। কখনও খাবারের দোকানে কখনও আবার গৃহস্থ বাড়িতে ফাই ফরমাস খেটে দিন গুজরান করতেন। কিছুদিন আগে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয় মানুষ জন যাঁদের সবং এলাকার পরিচিত বিজেপি নেতা শান্তনু সাহু ছিলেন। শান্তনু জানিয়েছেন, ওই বৃদ্ধার কেউ ছিলনা। নিজের মত করে যেখানে সেখানে থাকতেন আশ্রয় নিয়ে। ঘটনার সময় আগুন পোহাচ্ছিলেন তিনি। কাপড়ে আগুন লেগে যায়। লজ্জা এবং জড়তায় কাপড় খুলতে পারেননি দ্রুততার সঙ্গে। ফলে অনকেটাই পুড়ে যান। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আ্যম্বুলেন্স পাঠায়। সবং হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছেন, বছর ২০ আগে ওই বৃদ্ধা নারায়নগড় থেকে চলে এসেছিলেন। আগুন লাগার পর পুলিশের তরফে নারায়নগড় এলাকায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা হয় কিন্তু ওঁর কোনও আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া যায়নি। বৃদ্ধা বেশ অনকেটাই পুড়ে গিয়েছিলেন। বিশেষ করে শরীরের নিম্নভাগ ভালো মত পুড়ে গিয়েছিল। নাভি সংলগ্ন এলাকা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকরা অনেকদিন ধরেই লড়াই চালাচ্ছিলেন তাঁকে সুস্থ করার কিন্তু শনিবার হার্টফেল করে তাঁর।
এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিস্কার হওয়ায় ফের ফিরতে চলেছে জোরালো শীত। বিদ্যাসাগর আবহাওয়া উদ্যান সূত্রে জানা গেছে প্রায় ২ডিগ্রী করে লাফিয়ে নামছে প্রতিদিনের পারদ। বছরের শেষ দিন খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রাম সন্নিহিত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২১ ডিগ্রী সেলসিয়াস যা এবছরের শুরুর দিন পয়লা জানুয়ারি ১২.৪ ডিগ্রী পরিলক্ষিত হয়েছে। রবিবার দিন কাটিয়ে পারদ কতটা নামে সেটাই এখন দেখার।