নিজস্ব সংবাদদাতা: স্যার একটা ছবি প্লিজ! আইআইটি ক্যাম্পাসের সুইমিংপুল লাগোয়া লেকের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হাত তুলে না বললেন অভিনেতা। নাছোড়বান্দা কিশোরী তবুও ছুটে যাচ্ছিল বাংলা সিনেমার হার্ট থ্রবের দিকে। এবার হাত তুলে তাকে দাঁড় করিয়েদিল সিকিউরিটি।

বৃহস্পতিবার সকালে আইআইটি খড়গপুরের ইন্টারন্যাশনাল গেষ্ট হাউস থেকে বেরিয়ে জিমখানা পাশ কাটিয়ে সোজা ঢুকে পড়েছিলেন মেকআপ ভ্যানে। সেখানেই একটু ফেস টাচ লাগিয়ে। এগিয়ে গেলেন ‘শান্তিবন’ এর দক্ষিণে। ট্রলি ক্যামেরা চলতে শুরু করল। ব্ল্যাক আ্যস জিন্স আর স্কাই আ্যস ডেনিম পরে লম্বা আর ঋজু পা ফেলে হেঁটে যাচ্ছিলেন টলিউড নায়ক অনির্বান ভট্টাচার্য।
ছুটছিল কিশোরী থেকে যুবতী। স্যার একটা ছবি প্লিজ! তার মধ্যেই কাট বলে উঠলেন ছবির ডিরেক্টর পরমা নেওটিয়া।
বাংলা চলচ্চিত্র পরিচালনা জগতে পা রেখেছেন শিল্পপতি হর্ষ নেওটিয়ার কন্যা পরমা আর এটাই তাঁর প্রথম ছবি। জীবনের প্রথম ছবির জন্য বেছে নিয়েছেন বাংলা চলচিত্রের দুই প্রতিভাবান নায়ক অনির্বান ভট্টাচার্য ও অর্জুন চক্রবর্তীকে। নায়িকা ইশা। বুধবার তারই প্রথম শ্যুটিং শুরু হয়ে গেল আইআইটি ক্যাম্পাস আর লাগোয়া খড়গপুর শহরে।
সংগীতকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নতুন এই ছবি। শাস্ত্রীয় সংগীত অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক থেকে কনটেম্পরারি বা ফিউশন মিউজিকের একটা যাত্রাপথ থাকবে ছবি জুড়ে।আর সেই যাত্রাপথ ধরেই এগোবে অনির্বাণ,ইশা এবং অর্জুনের চরিত্রদের কাহিনি।যদিও আগে ইশা ও অনির্বাণ,ডিটেকটিভ ছবিতে একত্রে কাজ করেছেন। আর অর্জুন এবং ইশা গুপ্তধন-র বেশ জনপ্রিয় জুটি। রোমান্টিক ছবি যখন, আন্দাজ করাই যায় প্রেমের একটা ভূমিকা থাকবে।এখন টলিউডে চুটিয়ে কাজ করছেন তিন তারকা,অনির্বাণ, ইশা এবং অর্জুন ।
এই পর্বে অর্জুনের ভূমিকা নেই। তাই তিনি আসেননি। আগের দিন সন্ধ্যায় আইআইটি ফ্লাইওভারের মাথায় বাইক নিয়ে একটা চক্কর দিলেন অনির্বান। তারপর পুরানো বাজারের মোড়ে নেতাজি স্ট্যাচুর পাশ দিয়ে ছুটল তাঁর বাইক। আইআইটি ফ্লাইওভারটা সিনেমায় ধরা থাকবে কীনা তা নিয়ে একটু খুঁতখুঁতে আছে পরমার মনের মধ্যে। অনির্বানের চরিত্র যখন আইআইটি খড়গপুর ক্যাম্পাসে পড়ত তখন কী ফ্লাইওভারটা হয়েছিল? মনে মনে হিসাব করে নেন বোধহয়। লেকের সামনে রেলিং ধরে দাঁড়িয়ে থাকেন ইশা।
তর্জনী আর মধ্যমার মাঝে লম্বা নেভি কাট ধরিয়ে চেয়ারে বসে আর একটা পোজ দিলেন অনির্বান। পরমার মুখ চোখ দেখে মনে হল বেশ তৃপ্ত তিনি। সঙ্গীত আর প্রেমের ফিউশন মিশিয়ে ছবিটা বেশ জমজমাট ভালোবাসার আর ফেব্রুয়ারি মাস, যাকে কিনা অনেকে ভালবাসার মাসও বলে থাকেন,
সেই ফেব্রুয়ারিতেই রোম্যান্টিক মিউজিক্যালের শুটিং শুরু করে ফেললেন পরিচালক পরমা নেওটিয়া। সবে সরস্বতী পূজা গিয়েছে আর আসছে ভ্যালেন্টাইন ডে! তার মাঝে শ্যুটিং হয়ে গেল আরও একটা বাংলা প্রেমের ছবির! ছবি: নিজস্ব চিত্র ও খড়গপুর খাসখবর