নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ৫ই নভেম্বর থেকে মেদিনীপুর- আদ্রা- মেদিনীপুর MEMU চালু করে দিচ্ছে দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশন। পাশাপাশি ওই শাখায় আরও ৫টি MEMU চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব রেল। সেই ট্রেনগুলির মধ্যে রয়েছে আদ্রা আসানসোল, আদ্রা-বরাভূম, বাঁকুড়া- মশাগ্রাম MEMU।

এদিকে খড়গপুর হাওড়া শাখায় যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করে এই শাখায় আরও ট্রেন বাড়ানোর কথা ঘোষণা করেছিল দক্ষিণপূর্ব রেল। আগামী সোমবারের মধ্যেই সেই ট্রেনের সংখ্যা ৪৮টি থেকে বাড়িয়ে ১০৪টি করতে চলেছে বলে জানানো হয়েছে। অর্থাৎ মেদিনীপুর, খড়গপুর থেকে হাওড়া অবধি লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়তে চলেছে।
যেমন মেদিনীপুর-হাওড়ার জন্য শুরুতে বরাদ্দ হয়েছিল ১৩টি ট্রেন সোমবারের মধ্যে তা ২৭টি হবে। খড়গপুর হাওড়া যেখানে ৫টি ট্রেন চালু করা হয়েছিল ১৩টি করা হয়েছে। এই ভাবে পাঁশকুড়ারও ট্রেন বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা গতবারে চালু না হওয়া বালিচক লোকালটি চালু করা হয়েছে যা সোমবার অথবা তার মধ্যেই চালু হয়ে যাবে।
এখন দেখে নেওয়া যাক রেলের নতুন পরিকল্পনায় কোথা থেকে কত ট্রেন যাতায়াত করবে। হাওড়া-মেদিনীপুর 14টি লোকাল চলবে তেমনি মেদিনীপুর থেকে হাওড়া যাবে 13টি। হাওড়া খড়গপুর 6টি লোকাল আসবে অন্যদিকে খড়গপুর থেকে হাওড়া যাবে 7টি লোকাল। এই ভাবে হাওড়া পাঁশকুড়া 12টি ও বিপরীতেও 12টি লোকাল থাকছে। পাঁশকুড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য 1টি লোকাল থাকছে, বিপরীতেও 1টি। হাওড়া আমতা দুদিকেই 6টি করে লোকাল থাকছে।
হাওড়া হলদিয়াও যাতায়াতের জন্য উভয়দিকেই 2টি করে লোকাল থাকছে। হাওড়া-মেছেদা উভয়দিকে 3টি করে থাকছে। সাঁতরাগাছি-মেছেদা 2টি ট্রেন থাকলেও উল্টো দিক থেকে 1টি ট্রেন থাকছে। সালিমার মেছেদা 1টি ট্রেন আছে কিন্তু বিপরীত দিক থেকে কোনো ট্রেন নেই। পাঁশকুড়া-দিঘা ও মেছেদা-দিঘা উভয় পাশ থেকেই 1টি করে ট্রেন আর বালিচক হাওড়া উভয় দিক থেকে 1টি করে ট্রেন থাকছে। এই ১০৪টি লোকালের মধ্যে ৫৩টি ডাউন অথবা হাওড়া অভিমুখে যাবে বাকি ৫১টি আপ ট্রেন বা হাওড়ার দিক থেকে আসবে।