নিজস্ব সংবাদদাতা: বাড়ছে করোনা। বাড়ছে রাজ্যে, জেলায় এবং খড়গপুর শহর ও মেদিনীপুর শহরে। দুর্গাপূজার বাঁধনছাড়া উল্লাসের মাশুল দিচ্ছে বাংলা আর তার জন্যই আসন্ন দীপাবলি উৎসবের মুখে শুরু হয়েছে কড়াকড়ি।

ইতিমধ্যেই খড়গপুর শহরের ৮জায়গায় কন্টেন্টমেন্ট জোন ঘোষিত হয়েছে, মেদিনীপুর শহরে ৫জায়গায়। উদ্বেগ বাড়িয়ে একাধিক নার্স আক্রান্ত হওয়ার খবর মিলেছে খড়গপুর শহরেই। তাই বুধবার নতুন করে কন্টেন্টমেন্ট জোন ঘোষিত হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতাল প্রাঙ্গনেও। জানা গেছে ৩জন নার্স আক্রান্ত হয়েছেন করোনায়।
প্রথমেই দেখে নেওয়া যাক মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রেশমি কোমল স্বাক্ষরিত দুই শহরের ঘোষিত কন্টেন্টমেন্ট জোন এলাকা গুলি। খড়গপুর শহরের (১) ওয়ার্ড নম্বর 25, কৌশল্যা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সংলগ্ন এলাকা। (২) ওয়ার্ড নম্বর 28 এবং 27 সংলগ্ন খড়গপুর মহকুমা হাসপাতালের আবাসন। কন্টেন্টমেন্টের আওতায় এসেছে উত্তরে স্পন্দন মেডিক্যাল দক্ষিণে আরপিএফ ট্রেনিং স্কুল। পূর্বে ঝাপেটাপুর রোড ও পশ্চিমে আইআইটি ফ্লাইওভার। (৩) ইন্দার 2 এবং 23 নম্বর ওয়ার্ড। কন্টেন্টমেন্ট জোনের আওতায় থাকছে উত্তরে চৌরঙ্গী মুখি হাইওয়ে, দক্ষিণে হাতিগোলা ব্রিজ। পূর্বে ইন্দা গোয়ালপাড়া ও পশ্চিমে খড়গপুর কলেজ। (৪) 25 নম্বর ওয়ার্ড, কৌশল্যা। উত্তরে সিলভার জুবিলী হাইস্কুল দক্ষিণে বুলবুলচটি রোড, পূর্বে মহকুমা হাসপাতালগামী রাস্তা ও পশ্চিমে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ।
(৫) 28 এবং 15 নম্বর ওয়ার্ডের ঝাপেটাপুর অংশ। কন্টেন্টমেন্ট জোনের আওতায় পড়ছে যে অংশটি তার উত্তরে বোগদা যাওয়ার রাস্তা, দক্ষিণে মাইতি পাড়া। পূর্বে বুলবুলচটি রাস্তা এবং পশ্চিমে ছোট ট্যাংরা রাস্তা। (৬) 29 এবং 34 নম্বর ওয়ার্ড, প্রেমবাজার যার উত্তরে ডিভিসি-তালবাগিচা রাস্তা দক্ষিনে আইআইটি প্রেমবাজার। পূর্বে টুরিপাড়া এবং পশ্চিমে গোপালি যাওয়ার রাস্তা। (৭) 26, 27 এবং 28 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত রেল কলোনী। যার উত্তরে সাউথ সাইড হাইস্কুল দক্ষিণে ঝাপেটাপুর ঈগল আবাসন, পূর্বে গাড্ডাবস্তি এবং পশ্চিমে সেরসা স্টেডিয়াম।
(৮) 18, 12, এবং 13 নম্বর ওয়ার্ডের নিমপুরা অংশ। যার উত্তরে চুনাবস্তি মালঞ্চ রোড, দক্ষিণে মথুরাকাটি বি টাইপ রেল ইয়ার্ড, পূর্বে নিউ সেটেলমেন্ট নয়াবাজার এবং পশ্চিমে নিমপুরা কনক দুর্গা মন্দির। (৯) 6 এবং 8 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা। যার উত্তরে থাকছে ভাবনীপুর কালীমন্দির দক্ষিণে বিএনআর গ্রাউন্ড। পূর্বে ভবানীপুর উত্তমচক এবং পশ্চিমে খরিদা নিমগেড়িয়া পাটনা।
মেদিনীপুর শহরের তিনটি কন্টেন্টমেন্ট জোন হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের বার্জ টাউন ও ১নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রনগর ও বিধাননগরে। বার্জ টাউনের ডিটিডিসি ওয়ারহাউস সংলগ্ন এলাকাকে কন্টেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। যার উত্তরে শিবমন্দির দক্ষিণে ডি-৩৮ আইকন আবাসন এবং পূর্বে ডিটিডিসি গোডাউন ও পশ্চিমে ASMI ফেব্রিক রয়েছে। বিধাননগরের সংক্রমিত এলাকাকে চিহ্নিত করা হয়েছে উত্তরে পি সি চন্দ্র জুয়েলার্স দক্ষিণে বিধাননগর পূজার মাঠ, পূর্বে মোবাইল প্লাজার গলি এবং পশ্চিমে ডাকবাংলো রোড। রবীন্দ্রনগরের সংক্রমিত এলাকাকে চিহ্নিত করা হয়েছে উত্তরে এসবিআই ব্যাঙ্ক দক্ষিণে ডা: হৃষিকেস দে চেম্বার। পূর্বে আপনজন হোটেলের নির্মিয়মান আবাসন এবং পশ্চিমে ABTA অফিস।
মনে রাখতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঘোষিত বা চিহ্নিত এলাকার মধ্যবর্তী স্থানটিই কন্টেন্টমেন্ট বা সংক্রমিত এলাকা। বোঝার সুবিধার জন্য কোনো হোটেল, আবাসন বা প্রতিষ্ঠানের নাম করা হলেও সেই হোটেল, আবাসন বা প্রতিষ্ঠানটি সংক্রমিত জোনের আওতায় পড়ছেনা। জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা শাসকের দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ অর্থাৎ ২৭শে অক্টোবর থেকে আগামী ২রা নভেম্বর অবধি এই জোন থাকবে পরবর্তী ঘোষণা না হওয়া অবধি। এই সময়ে ঘোষিত এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এলাকার মধ্যে থাকা নাগরিকদের কঠোরভাবে কোভিড বিধি মানতে হবে। কোনও জমায়েত, অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি করা যাবেনা।