নিজস্ব সংবদাদাতা: ঘূর্ণিঝড় জাওয়াদের ঝড় না হলেও দিনভর ঝরিয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টিতে রেলের লেবেল ক্রসিং পেরুতে গিয়ে লাইনে ফেঁসে যাওয়া একটি মারুতিকে গুঁড়িয়ে দিল লোকাল ট্রেন।

জানা গেছে রবিবার ঘটনাটি ঘটেছে বেলা ১১টা নাগাদ যখন একটি মারুতি গাড়ি নিয়ে চালক তমলুক পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়ার প্রহরীবিহীন রেল ক্রসিংয়ে পেরুনোর চেষ্টা করছিলেন। জানা গেছে প্রহরী বিহীন ওই লেবেল ক্রসিংয়ে বিপরীত দিক থেকে পেরুচ্ছিল অন্য একটি গাড়ি। হঠাৎই ছুটে আসা সেই গাড়িটি চলে আসায় সেটিকে জায়গা করে দিতে গিয়ে মারুতি গাড়িটিকে নিজের বাঁদিকে সরিয়ে নিতে চায় চালক।
কিন্তু ভারি বৃষ্টির জেরে ওই সময় মারুতি পেছনের চাকাটি রাস্তা থেকে পিছলিয়ে নিচে নেমে যায় এবং রেলপাত ও লেবেল ক্রসিংয়ের কংক্রিটের মাঝামাঝি অংশে ফেঁসে যায়। চালক জানিয়েছেন একে তো ভারি বৃষ্টিতে চাকাটি পিছলে রাস্তার নিচে নেমে যায়। তার ওপর লেবেল ক্রসিংয়ের রাস্তা অবিরাম বৃষ্টিতে জলে ডুবে থাকায় বাকি তিনটি চাকা গ্রিফ নিতে পারায় গাড়ি নড়তে পারেনি শত চেষ্টায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক যখন বারবার চেষ্টা করেও মারুতিটিকে ওঠাতে ব্যর্থ হচ্ছিল ঠিক সেই সময় হলদিয়ার দিক থেকে আসছিল পাঁশকুড়া লোকাল। উপায়ন্তর না দেখে চালক গাড়ি থেকে পড়েন এবং হাত দেখিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন । কিন্তু প্রচন্ড গতিতে থাকায় ট্রেনটি থামানো সম্ভব হয়নি। রেললাইনে আটকে পড়া মারুতিটিকে ধাক্কা মেরে প্রায় ১০০মিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি।
ঘটনার পর প্রহরী সহ লেভেল ক্রসিং তৈরির দাবিতে রেল অবরোধ করেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দেন রেল কর্তারা। লেভেল ক্রসিং তৈরি না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন রাখা হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তারপরই উঠে যায় রেল অবরোধ। এরপর তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়ার নেতৃত্বে স্থানীয় মানুষ রেললাইন থেকে ঠেলে সরান মারুতি গাড়িটিকে।এদিকে অবরোধের জেরে দীর্ঘক্ষণ দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে।