নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাত ১০টা নাগাদ খড়গপুর শহরে মাদক চালান করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ৪ দুষ্কৃতি। পুলিশ জানিয়েছে ঝাড়গ্রাম ও খড়গপুর শহরের এই চার দুষ্কৃতি তরল মাদক ও চোরাই বাইক নিয়ে খড়গপুর শহরে ঢুকেই পড়ছিল প্রায়।

খড়গপুর টাউন থানা সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিরা হল সেক রাজা ওরফে রাজা (২০), সেক সালাম (৪০), সেক মঞ্জিল শা ওরফে কাটো এবং রোহিত কুমার পাণ্ডে (২২)। এই চারজনের মধ্যে রোহিত ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরার বাসিন্দা। বাকি তিন জনের বাড়ি খড়গপুর শহরেই। যেমন রাজা খড়গপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বালুবস্তি লাগোয়া রহমত নগরের বাসিন্দা। সালাম ২২ নম্বর ওয়ার্ডের গোলবাজারের বাসিন্দা এবং মঞ্জিল বালুবস্তি লাগোয়া ৩নম্বর ওয়ার্ডের আলিনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ একটি মাহিন্দ্রা পিক-অপভ্যানে (Registration No. WB33B/2085) ওই চারজন ২টি নম্বর প্লেট বিহীন বাইক বোঝাই করে খড়গপুর শহরের বিদ্যাসাগর পুরের লালরোড এলাকায় ঢুকে পড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পিক অপভ্যানটি ঘিরে ফেলে। এরপর চারজনকে জিজ্ঞাসাবাদ করার সময় তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২লিটার তরল মাদক উদ্ধার হয়। এই তরল মাদক দুটি পৃথক বোতলে ছিল। খড়গপুর শহরেই কোনও নির্দিষ্ট ব্যক্তিকে টাকার বিনিময়ে এই মাদক সরবরাহের জন্য আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে ধৃতরা প্রত্যেকেই দাগী আসামী এবং পুলিশের খাতায় নথিভুক্ত। ঝাড়গ্রামের বাসিন্দা
রোহিত ডাকাতি ও অস্ত্র আইনে ঝাড়গ্রাম জেলা পুলিশের দায়ের করা মামলায় যুক্ত রয়েছে। রাজা এবং মঞ্জিল মোটরবাইক চুড়িতে আগে থেকেই যুক্ত। সেলিম এর আগে বিভিন্ন জায়গায় টাকা ছিনতাই করেছে। এদের চারজনকে মাদক বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি মোটর বাইক কোথা থেকে এরা পেল তার খোঁজ চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এগুলি চুরি করা হয়েছিল।