নিজস্ব সংবাদদাতা: ৫৪ তম জাতীয় খোখো (54th Senior National kho-kho Championship) চ্যাম্পিয়নশিপের জন্য পশ্চিম মেদিনীপুর থেকেই রওনা দিচ্ছে রাজ্যের নির্বাচিত মেয়েদের দলটি। ডিসেম্বরের ২৬ তারিখ মধ্যপ্রদেশের (Madhyaprades)ভূপালে (Bhopal)অনুষ্ঠিত হতে চলেছে সিনিয়র ন্যাশনাল লেবেল এই চ্যাম্পিয়নশিপ।

পশ্চিমবঙ্গ খো-খো সংস্থাই এই চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণের মূল দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। গত ১৪ই ডিসেম্বর থেকে ১৪জন মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে মেদিনীপুর শহরের অরবিন্দনগরের টিভি টাওয়ার মাঠে। ব্যবস্থাপনা ও সহযোগিতায় রয়েছেন স্টুডেন্ট এডুকেশনাল একাডেমি এবং পশ্চিম মেদিনীপুর জেলা খোখো সংস্থার সদস্যরা। জানা গেছে এই ১৪জনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের জন্য ১২জন নির্বাচিত হবেন। সেই ১২জনের সাথে কোচ ও কর্মকর্তা মিলিয়ে ১৫জনের দল ২৪তারিখ রওনা দেবেন মধ্যপ্রদেশের পথে।
কোচ সমীর সাহার তত্ত্বাবধানে ১০দিনের এই প্রশিক্ষণের অগ্রগতি দেখতে এবং প্রশিক্ষণরতা দলটির সঙ্গে পরিচিত হতে এসেছিলেন রাজ্য চেয়ারম্যান বলরাম হালদার, আহ্বায়ক দিপেন্দু দাস, সাংগঠনিক সম্পাদক বিজন দাস, পশ্চিমবঙ্গ খো-খো সংস্থার রাজ্য সম্পাদক কল্যাণ চ্যাটার্জী, জেলা সম্পাদক প্রভাংশু রায়, মেদিনীপুর শহর উদ্যোগী সঙ্ঘ খো-খো প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম আয়োজক রাহুল কোলে প্রমুখরা। প্রশিক্ষণ দেখে আশাবাদী তাঁরা।
জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য রাজ্যদলটির চূড়ান্ত পর্যায়ের এই প্রশিক্ষণ শিবির করতে পেরে খুশি মেদিনীপুর শহর যদিও তারই পাশাপাশি আক্ষেপও রয়েছে। রাহুল কোলে জানান, ‘ রাজ্য দলটিকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত। মেদিনীপুরবাসীর সহযোগিতাও ভোলার নয়। কিন্তু ঠিক টেস্ট পরীক্ষার মুখেই এই প্রতিযোগিতা পড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর থেকে আমরা কোনও খেলোয়াড় পাইনি। অথচ আমাদের জেলায় একাধিক সেরা প্রতিযোগী ছিলেন। বেশিরভাগেরই এই সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছে বা শুরু হতে চলেছে।