Thursday, November 30, 2023

Horoscope: আজকের রাশিফল ৯ ই জানুয়ারি ২০২২, যেখানে সতর্ক না হলে ক্ষতির আশঙ্কা

- Advertisement -spot_imgspot_img

আজ ৯ ই জানুয়ারি ২০২২, বাংলায় ২৫শে পৌষ ১৪২৮, রবিবার।

মেষঃ আজ সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে। বেশি কিছু না করেই অন্যদের থেকে আকর্ষণ পাবেন। বেশি কাজে না জড়িয়ে কিছুটা বিশ্রাম নিন। বন্ধুদের চক্করে পড়ে ছাত্রদের এখন বেশি সময় নষ্ট করা ঠিক নয়। অতিরিক্ত অর্থ সঠিক স্থানে রাখুন।

বৃষভঃ আজ ভালো খবর আসতে পারে। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। দূর যাত্রায় ক্লান্ত হতে পারেন। বিনোদনের জন্য কিছুটা ভালো সময় পাবেন। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটা খুব মজায় কাটবে। ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হতে পারে। বিমান যাত্রা শুভ নয়।

মিথুনঃ পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সবাইকে বিশ্বাস করতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহস জোগাবে। মনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। কাউকে ঋণ দেওয়ার আগে, তা পরিশোধের সময় জেনে নিন।

কর্কটঃ উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে পরিবারের সকলের সঙ্গে সদ্বাভ বজায় রাখুন। কখনই হতাশ হবেন না। অনেক নতুন বন্ধু হতে পারে আজ। বিদেশে ব্যবসা করে আর্থিক দিক থেকে লাভবান হবেন। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। আজ ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে।

সিংহঃ বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।অফিস, বাড়ি সবর্ত্রই আজ আপনার শাসন বজায় থাকবে। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ক ফল পাবেন। আপনার মত জানতে চাইলে, লজ্জা পাবেন না। কোন কাজে অযথা চাপ নেবেন না।

কন্যাঃআজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় কারও জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধতে পারে। বাড়ি থেকে দূরে থেকে পড়াশুনা করলে, অযথা সময় নষ্ট করবেন না। কাজ সেরে সন্ধ্যের দিকে পার্কে যেতে পারেন। কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিন। ফাঁকা সময়ে বই পড়তে পারেন। ঋণ নেওয়ার পূর্বে ভালো করে ভেবে নিন।

তুলাঃ আজ ব্যবসায় প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে আজ জটিলতা আসতে পারে। পুরনো ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবে। শরীর সুস্থ রাখতে খেলাধূলায় কিছুটা সময় ব্যয় করুন। কর্মক্ষেত্রে শত্রুরাও বন্ধু হবে। সন্তানদের কারণে কিছুটা আর্থিক সুবিধা লাভ হবে। পরিকল্পনা করেও শরীর চর্চার প্ল্যান সফল হবে না। কর্মস্থলে পরিশ্রম।

বৃশ্চিকঃ ব্যবসায় ভাল আয়, আয় অন্যান্য ভাবেও। ফাঁকা সময়ে কোন সমস্যার সমাধান করুন। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ক ফল পাবেন।  পারিবারিক উত্তেজনার মধ্যে নিজের মনোযোগ নষ্ট হতে দেবেন না। কোনও সমস্যার সমাধান হতে পারে আজ। কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন।

ধনুঃ অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। শরীরকে সুস্থ রাখতে বেশি মশলা দেওয়া খাবার না খাওয়াই উচিৎ। ফাঁকা সময়টা অকাজে নষ্ট হতে দেবেন না। ভাই বোনেদের থেকে অনেক সুবিধা পেতে পারেন আজ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসবে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে।

মকরঃ অসৎ সঙ্গে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে শান্তি পাবেন। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। বাজেট বুঝে অর্থ ব্যয় করুন। ফাঁকা সময়ে কিছুটা আনন্দ উপভোগ করুন। জীবন থেকে অনেক কিছু শিক্ষতে পারবেন। আজকের দিনে অনেক পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। কর্মচারীকে নিয়ে নাজেহাল হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। পরিকল্পনা করেও শরীর চর্চার প্ল্যান সফল হবে না। আজকের দিনে কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন। সকলের কথায় কান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন।

মীনঃ নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কঠোর পরিশ্রমের পর ভালো ফল পেতে পারেন। বাড়ির কাজে কিছুটা ক্লান্ত হতে পারেন। আজকের দিনে আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবেন। কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে।

- Advertisement -
Latest news
Related news