Friday, December 8, 2023

Horoscope: আজকের রাশিফল ১১ ই ডিসেম্বর শনিবার ২০২১, শনিবারে কার কপালে নাচছেন শনি দেবতা

- Advertisement -spot_imgspot_img

আজ ১১ ই ডিসেম্বর ২০২১, বাংলায় ২৪ শে অগ্রহায়ণ ১৪২৮, শনিবার। দেখুন কার কপালে আজ শনির প্রকোপ

মেষঃ আয় বৃদ্ধির সম্ভাবনা। পাওনা আদায়ের জন্য দিনটি ভাল নয়। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, নাহলে পরিবারের লোকেরা রুষ্ট হতে পারে। ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করে দিতে পারে। ফাঁকা সময়ে কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। ব্যবসার জন্য বাড়ি থেকে বেরোনর আগে অর্থ সামলে রাখুন।

বৃষভঃ ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। দুপুরের পরে বাড়িতে কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির সুনাম পেতে পারেন। বিদেশ থেকে কিছু খারাপ খবর আসতে পারে। পড়ুয়ারা ল্যাপটপে সিনেমা দেখে অনেকতা সময় নষ্ট করে ফেলবেন। আজকের দিনে আর্থিক দিক থেকে সজাগ থাকুন। বিদেশের আত্মীয়র থেকে উপহার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।

মিথুনঃ সন্দেহজনক খাতে অর্থ বিনিয়োগ না করাই মঙ্গলের। ব্যবসায় কোনও সমস্যার সমাধান হতে পারে। রাস্তাঘাটে কোনও বিপদের ঝুঁকি নেবেন না। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। সকাল থেকে ব্যয় বাড়তে পারে। পুরনো দিনের ফেলে রাখা কাজ আজকের দিনে আজকের দিনে সেরে ফেলুন। আজকের দিনে যেকোন কাজ অর্ধেক সময়ে করে ফেলতে পারবেন। বিবাহিত জীবনে ভালো একটি দিন হবে আজ।

কর্কটঃ  ভাল কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। কাছের বন্ধুদের সাহায্যে অর্থ উপার্জন করতে পারবেন। ঘরের কোন পরিবর্তন করার আগে বড়দের থেকে অনুমতি নিন। কথা বলার আগে একবার ভেবে নেবেন। সময় বের করে পার্কে বা জিমে যেতে পারেন। পুরনো জিনিস থেকে কোনও আয় হতে পারে। পিতার সঙ্গে বিবাদ। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে।

সিংহঃ একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। বেশি অর্থ ব্যয় না করে, আজকের দিনে কিছুটা সঞ্চয়ে মন দিন। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। আজকের দিনে কিছুটা ভালো সময় বের করে পরিবারের সঙ্গে কাটান। আপনার মিষ্টি স্বভাব অন্যদেরকে অনেক আনন্দ দেবে। সততার সঙ্গে কাজ করুন। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে দেবেন না।

কন্যাঃ ব্যবসার জন্য খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ও বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের কারণে আনন্দ বাড়তে পারে। কোনও মহিলা থেকে সাবধান থাকুন। মোবাইল দেখতে গিয়েই অনেকটা সময় নষ্ট করে ফেলবেন। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার সঙ্গে গুছিয়ে রাখুন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সুন্দর একটি দিন কাটান।

তুলাঃ বিবাহিত জীবনে সেরা দিন হবে আজ। শ্বশুরবাড়ির দিক থেকে কোন খারাপ খবর পেতে পারেন আজ। ব্যবসার ব্যাপারে সদর্থক আলোচনা। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বৃদ্ধিতে আনন্দ। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বাড়তে পারে। জীবনে সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে চলেছেন আজ। ভালোবাসার মানুষের থেকে আজকের দিনে সারপ্রাইজ পেতে পারেন।

বৃশ্চিকঃ লটারি থেকে কিছু আয়। ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ হতে পারে।কাছের মানুষকে কখনই সন্দেহ করা ঠিক নয়। আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদে মনে শান্তি ফিরবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনও লোকের জন্য বিবাদ হতে পারে।

ধনুঃ ভালবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান আজ। আজকের দিনে কোন সাধুর থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন। আপনার খারাপ অভ্যাসের কারণে বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। আজকের দিনে নিজের ইচ্ছে মত বই পড়ে সময় কাটাতে পারেন। কর্মস্থানে সমস্যা নাজেহাল করবে। অকারণে তর্কে জড়াতে পারেন। কর্মস্থানে সমস্যা নাজেহাল করবে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ।

মকরঃ ফাঁকা সময়ে মোবাইল টিভি দেখে সময় কাটাতে পারেন। আজকের দিনে কিছুটা খুশিতে থাকবেন। আজ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিন খুবই শুভ। ঋণ থেকে অশান্তি বৃদ্ধি। কাজের ক্ষেত্রে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। ঘরের শত্রু থেকে সাবধান। কোনও আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি।

কুম্ভঃ সকলের থেকে দূরে গিয়ে কিছুটা সময় কাটাতে পারবেন। শরীরকে সুস্থ রাখতে সকালের দিকে কিছুটা যোগ ব্যায়াম করুন। আর্থিক ব্যাপারে চাপ। কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হৃদরোগ নিয়ে চিন্তা। আজ ব্যবসায় একটু মন্দা দেখা দিতে পারে। বিশেষ কারো থেকে আজকের দিনে বিশেষ উপহার পেতে পারেন। বন্ধুদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

মীনঃ বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। ছোট ছোট জিনিসে বেশি অর্থ ব্যয় করায় মানসিক অশান্তি দেখা দেবে। নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ হওয়ায় আনন্দ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। নিজেরা চেহারার দিকে নজর দিন। সমস্যাকে দূরে সরিয়ে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান।

- Advertisement -
Latest news
Related news