Friday, December 8, 2023

Horoscope: আজ ১৮ই নভেম্বর’২০২১।। লক্ষীবারে কী কী করবেননা

- Advertisement -spot_imgspot_img

আজ ১৮ ই নভেম্বর ২০২১
বৃহস্পতিবার , আপনাদের যে বিষয়গুলি এড়িয়ে চলা উচিত

মেষঃ আজ কর্মচারীর ভরসায় ব্যবসা কারন তার ভুলেই মারাত্মক ক্ষতির সম্ভাবনা। অফিস থেকে ফিরে ইচ্ছামত কাজ করতে পারবেন। মন থেকে দুঃখ ঝেড়ে ফেলে দিন। অনেক মানুষের মধ্যে থাকতে ইচ্ছা করবে। আজ মামলা মোকদ্দমা থেকে মুক্তি।বেশি পরিমাণ অর্থের অধিকারী হওয়ায়, মানসিক শান্তি বজায় থাকবে। সামাজিক সম্মান লাভ।

বৃষভঃ কর্মক্ষেত্রে দিনটি শুভ। বাচ্চার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতে পারেন। বাচ্চাদের পড়াশুনার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। মন ভালো রাখতে গান শুনুন। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহের সম্ভাবনা।

মিথুনঃ স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক সাফল্য লাভ।
আর্থিক অবস্থান ভালো থাকলে, কিছু কেনাকাটা করে নিন। বিশেষ কারো সঙ্গে দেখা হতে পারে। পরিবারের এবং বন্ধুদের মধ্যে থেকে আরামটা খুঁজে নিন। ছাত্রছাত্রীরা বন্ধুদের পেছনে সময় নষ্ট না করে, পড়ায় মন বসাও। প্রসাশনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো কোনও ব্যথা বাড়তে পারে। বন্ধু থেকে সাবধান।

কর্কটঃ আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন। মানহানি হতে পারে, সাবধানে চলাফেরা করুন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা। সন্ধ্যের দিকে অনেক অতিথি বাড়িতে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া করার সময় সাবধানে করবেন। জলপথ এড়িয়ে ভ্ৰমন করুণ।

সিংহঃ ব্যবসায় নিজের কৌশল ব্যবহার করুন, আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসার ক্ষতি।কাজের চাপে পরিবারকে সময় না দিলে, মন খারাপ করতে পারে। সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন। ঘরের কাজ সেরে মহিলারা টিভি দেখতে পারেন। কর্মক্ষেত্রে বদলি যোগ।

কন্যাঃ ব্যবসায় কর্মচারীর চক্রান্তে অর্থক্ষতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। নিজের জন্য কিছুটা সময় বের করে, একা কাটান। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। আজ কোনও কারণে আইনি ঝক্কি।  অতিরিক্ত বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মস্থানে কোনও গুরুদায়িত্ব পালন করতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ।

তুলাঃ পরিচিত মানুষদের সাহায্যে উপার্জনের পথ পাবেন। পিতার শরীর নিয়ে ভাবনা। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। পরিবারের লোকদের থেকে যত্ন নিন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা। কারও ব্যবহারে আবেগে ভাসবেননা।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সহজেই কোন কাজের জন্য মূলধন যোগার করতে পারবেন। পুরনো সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। আজ কাজের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।

সিংহঃ আজ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। হাতে বাড়তি অর্থ আসবে, ব্যয় কম হওয়ায় অনেক মালিক হবেন। আজ আপনার বিশেষ কোনও কর্মের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনের জন্য সুনাম বৃদ্ধি। কাজের চাপে পরিবারকে সময় না দিলে, মন খারাপ করতে পারে। সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন। আপনার অতিরিক্ত ক্রোধ সংবরন করুন অন্যথায় সংসারে অশান্তির যোগ।

কন্যাঃ ব্যবসায় কর্মচারীর ভূমিকাকে নজরে রাখুন নচেৎ কর্মচারী চক্রান্তে অর্থক্ষতি। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। অতিরিক্ত বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। নিজের জন্য কিছুটা সময় বের করে, একা কাটান। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন।

তুলাঃ  কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। পরিচিত মানুষদের সাহায্যে উপার্জনের পথ পাবেন। সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। পরিবারের লোকদের থেকে যত্ন নিন।  প্রেমে বাধা কিন্তু আনন্দময় থাকবে।

বৃশ্চিকঃ  বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সহজেই কোন কাজের জন্য মূলধন জোগাড় করতে পারবেন। আজ কাজের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। পুরনো সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না।

ধনুঃ জমি জায়গা বা যেকোনও বিনিয়োগে আজ ভালো লাভ। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে সুবিধা পাবেন। বাড়তি দায়িত্ব পালনের জন্য সুনাম বৃদ্ধি। আজ পুরনো দিনের কোনও জিনিস নষ্ট হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। কেউ আপনাকে ঠকাতে চলেছে, সাবধান থাকবেন। আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মকরঃ দিনটা মোটের ওপর ভালই। কারওর কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। পুরনো পাওনা আদায় হতে পারে। তবে অলসতায় নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ভালো কিছু ঘটবে। পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের বিষয়ে কিছু জানতে চাইলে, সাহায্য করুন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কে যত্ন নিন অথবা আজ অশান্তি।

কুম্ভঃ দুর্ঘটনা যোগ রয়েছে তাই পা ফেলতে হবে সাবধানে। মূল্যবান কিছু চুরি হতে পারে বাড়ি থেকেই তাই সজাগ থাকুন। নিজের জন্য কিছুটা সময় কাটান। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। কাছের মানুষের সঙ্গে হওয়া ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

মীনঃ আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকব।পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। পরিবারের লোকেদের সময় না দিলে, তাঁরা কিছুটা মন খারাপ করতে পারে। স্ত্রীর সাথে কলহ হতে পারে। মানসিক অশান্তি থেকে বেরোতে কোন বন্ধুর সাহায্য নিন। ঋণ নিয়ে যারা ফেরত দেয় না, তাঁদের থেকে দূরে থাকুন। নিজের ক্ষমতা ও প্রতিভা দেখানোর ভাল দিন।
- Advertisement -
Latest news
Related news