Friday, December 8, 2023

Horoscope : আজকের রাশিফল ১৭ই নভেম্বর’২০২১; দেখে নিন কেমন যাবে বুধবারের দিনটি

- Advertisement -spot_imgspot_img

আজ ১৭ ই নভেম্বর ২০২১। বাংলার ২৯শে কার্ত্তিক ১৪২৮, বুধবার।

মেষঃ ব্যবসায় আজ দায়িত্ব পালন নিয়ে যথেষ্ট চাপে থাকবেন। ব্যায় বহুল দিন, সামলাতে না পারলে সঞ্চয়ে ঘাটতি। অতীতের কাজের ফল পাবেন আজকে। পরিবারের সকলের সঙ্গে ঘুরতে বেরোলে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আজ। সামান্য বিষয়ে একদম মেজাজ হারাবেন না। তর্কে জড়িয়ে হাতের লক্ষী পায়ে ফেলবেননা। মনোমালিন্য কেটে গিয়ে স্ত্রীর সাথে ফের ফুরফুরে দিন কাটাবেন।

বৃষভঃ ব্যবসার জন্য দিনটি ভালো, বেশ কিছু জটিলতা কাটিয়ে ব্যবসা আপনার নিয়ন্ত্রণে। পুরানো ঋণ পরিশোধ করতে গিয়ে জমায় হাত পড়তে পারে।
এই রাশির শিশুদের খেলাধূলার দিকে, বাবা মায়ের মনোযোগ দেওয়া উচিৎ। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। ভাই বোনের থেকে বিশেষ সুবিধা পাবেন আজ। বন্ধুদের সঙ্গে খেলাধূলার পরিকল্পনা করতে পারেন। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। প্রেমে নতুন মোড়।

মিথুনঃ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি। জমি জায়গায় বিনিয়োগ করতে পারেন। রিয়েলস্টেট ব্যবসায় শুভ যোগ। কর্মক্ষেত্রে চোখ কান খোলা রাখলে সুনাম অর্জন করবেন। বসের নেকনজরে থাকবেন। মন্দির, মসজিদ, গুরুদ্বারে গিয়ে কিছুটা সময় কাটাতে পারবেন। অযথা কোনও ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে বিশেষ কারো সঙ্গে দেখা হবে। প্রেম কিংবা দাম্পত্য মোটামুটি কাটবে।

কর্কটঃ আর্থিক সমস্যার সমাধান হয়ে বেশকিছুটা অর্থ হাতে পারে কিন্তু ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের লোকেদের সময় না দেওয়ায় পরিবারে মন কষাকষি। নতুন কোনও কর্মের সন্ধান করবেন। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে।

সিংহঃ হাতে বেশ কিছুটা অর্থ আসার সম্ভবনা। অন্যের সাহায্যে ব্যবসায় লাভের যোগ। কাজের চাপে পরিবারকে সময় না দিলে, মন খারাপ করতে পারে। সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। মূল্যবান জিনিস চুরি হতে পারে।

কন্যাঃ ব্যবসায় ও কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে।কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। হিসাব করে চলুন কারন আজ ব্যয় যোগ অত্যন্ত বেশি। নিজের জন্য কিছুটা সময় বের করে, একা কাটান। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

তুলাঃ কর্মক্ষেত্রে সম্মানহানি ও চাকরিতে বদলি যোগ। ব্যবসায় উদ্বেগ। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া করার সময় সাবধানে করবেন। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। পরিচিত মানুষদের সাহায্যে উপার্জনের পথ পাবেন। আজ বেশ কিছু ব্যয় হতে পারে যা সঙ্কটে ফেলবে।

বৃশ্চিকঃ  বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সহজেই কোন কাজের জন্য মূলধন যোগার করতে পারবেন। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে।পুরনো সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।
পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন।

ধনুঃ অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে সুবিধা পাবেন। মামলায় জয়, পরিবারের অশান্তি মিটে যাবে। বিয়ের জন্য শুভ সময়। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে সমস্যা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। কেউ আপনাকে ঠকাতে চলেছে, সাবধান থাকবেন। আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মকরঃ হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। পরিবারের লোকদের থেকে যত্ন নিন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের বিষয়ে কিছু জানতে চাইলে, সাহায্য করুন।

কুম্ভঃ দিনের প্রথম ভাগে দারুন সাফল্য। শত্রু সম্পর্কে সতর্কথাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। ব্যবসাতেও দিনটি সুখকর নয়।
নিজের জন্য কিছুটা সময় কাটান। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে হওয়া ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াতে পারে। সামাজিক সম্মান পাবেন।

মীনঃ দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ভালো কিছু ঘটবে। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হতে পারে। প্রেমে যন্ত্রনা। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। কুসঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। ঋণ নিয়ে যারা ফেরত দেয় না, তাঁদের থেকে দূরে থাকুন।

 

- Advertisement -
Latest news
Related news