নিজস্ব সংবাদদাতা: অবশেষে খুশির সংবাদ। ১লা মার্চ মঙ্গলবার থেকেই ফের শুরু হতে চলেছে খড়গপুর-আদ্রা মেমু লোকাল ট্রেন। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের করোনা কাল কাটিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও আদ্রা ডিভিশনে চালু হচ্ছিলনা মেমু লোকাল পরিষেবা। ফলে হাতে গোনা একটি দুটি প্যাসেঞ্জার ট্রেন ছাড়া সাধারণ মানুষের পক্ষে ওই রুটে সফর করা মুশকিল হয়ে পড়েছিল। অনেক দাম দিয়ে এক্সপ্রেস ব্যবহার করা সবার পক্ষে সম্ভব নয়।

রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮৫ খড়্গপুর থেকে আদ্রা মেমু আগামী ১ মার্চ থেকে চলতে শুরু করবে। প্রত্যেকদিনই চলবে এই ট্রেনটি। খড়গপুর স্টেশন থেকে বিকেল ৫:০৫ মিনিটে ছেড়ে ট্রেনটি আদ্রায় পৌঁছাবে রাত ৮:২৫ মিনিটে। পরের দিন ফিরতি পথে এই মেমু লোকালটি ট্রেন নম্বর ০৮৬৮৬ হয়ে আদ্রা থেকে ছেড়ে আসবে। অর্থাৎ আগামী ২ মার্চ থেকে থেকে এই ট্রেন আদ্রা থেকে আসা শুরু করবে । এবং তারপর প্রতিদিনই সকাল ৭:১০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০:৩৫ মিনিটে। স্বাভাবিক ভাবেই এই ট্রেনটি চালু হওয়ার ফলে খড়গপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষ লাভবান হবেন।
খড়গপুর ও আদ্রার মধ্যবর্তী মোট ২০টি স্টেশনে ট্রেনটি যাওয়া আসার পথে দাঁড়াবে। স্টেশনগুলি হল
গিরি ময়দান, গোকুলপুর, মেদিনীপুর, গোদাপিয়াশাল, শালবনী, চন্দ্রকোনারোড, গড়বেতা, বগড়িরোড, পিয়ারডোবা, বিষ্ণুপুর, রামসাগর, ওন্দাগ্রাম, ভেদুয়াশোল, বাঁকুড়া, আঁচুরি, ছাতনা , ঝাঁটিপাহাড়ি, সিরজাম, ইন্দ্রবিল ও মেটাল শহর।
এছাড়াও আরও কিছু মেমু চলবে আদ্রা ডিভিশনে। সেগুলো দেখে নিতে পারেন। ০৮৬৬৯ আদ্রা থেকে ভোজুডিহ মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। রাত ১০:৪৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে রাত ১১:২৫ মিনিটে।
০৮৬৭০ ভোজুডিহ থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। রাত ৩:৪৫ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। ভোর ৪:২৫ মিনিটে পৌঁছাবে আদ্রায়।
০৮৬৬৩ আদ্রা থেকে খানুডিহ মেমু : ১ মার্চ থেকে চালু হবে। সকাল ৭:১৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খানুডিহতে পৌঁছাবে সকাল ৯:৩০ মিনিটে।
০৮৬৬৪ খানুডিহ থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। সকাল ৯:৪৫ মিনিটে খানুডিহ থেকে ছাড়বে। সকাল ১১:১৫ মিনিটে আদ্রায় পৌঁছাবে।
০৮৬৬৫ ভোজুডিহ থেকে চন্দ্রপুরা মেমু : ১ মার্চ থেকে চালু হবে। সকাল ১১:৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। চন্দ্রপুরায় পৌঁছাবে দুপুর ১:২০ মিনিটে।
০৮৬৬৬ চন্দ্রপুরা থেকে ভোজুডিহ মেমু : ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। দুপুর ৩:৪৫ মিনিটে চন্দ্রপুরা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে বিকেল ৫:১০ মিনিটে।
০৮৬৬৭ ভোজুডিহ থেকে ভাগা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। বিকেল ৫:৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। সন্ধ্যা ৬:০৫ মিনিটে পৌঁছাবে ভাগায়।
০৮৬৬৮ ভাগা থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। ভাগা থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৫ মিনিটে। আদ্রায় পৌঁছাবে সন্ধ্যা ৭:২৫ মিনিটে।
০৮৬৭১ আদ্রা থেকে ভাগা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ১:২০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভাগায় পৌঁছাবে দুপুর ২:৩০ মিনিটে।
০৮৬৭২ ভাগা থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। ভাগা থেকে ছাড়বে দুপুর ২:৫০ মিনিটে। আদ্রায় পৌঁছাবে বিকেল ৪:০৫ মিনিটে।