Sunday, July 21, 2024

HS Result: উচ্চমাধ্যমিকে রাজ্যে রেকর্ড পশ্চিম মেদিনীপুরে পিংলা জলচক বিদ্যালয়! দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সহ মেধা তালিকায় প্রথম দশে ২২ জন

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে ২২ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাসে পশ্চিমবাংলায় অনন্য রেকর্ড করল পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। উচ্চমাধ্যমিক এই বিদ্যালয়ের এই রেকর্ড আর কোনোদিন কোনও স্কুলের পক্ষে ভাঙা সম্ভব হবে বলে মনে হয়না।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
সায়নদীপ

উল্লেখ্য এবছর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় উঠে এসেছে ২৪২ জনের নাম তার মধ্যে ২২ জনই পিংলার জলচক উচ্চমাধ্যমিক স্কুল। এ এক অভাবনীয় ফলাফল। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দুরে অবস্থান পিংলার। শুধু তাই নয় জেলা সদর মেদিনীপুর থেকে পিংলার দূরত্ব ৫০ কিলোমিটার। এ হেন একটি অজ গাঁয়ের স্কুলের এই ফল চমকে দিয়েছে গোটা রাজ্যকে।

এই বিদ্যালয় থেকে রাজ্যের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থানে রয়েছেন পরিচয় পাড়ি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৪৯৫ পেয়ে চতুর্থ ৩জন হল কিংশুক রায়, সৌম্যদীপ মন্ডল, প্রীতম মিদ‍্যা। ৪৯৩ পেয়ে মেধা তালিকায় ষষ্ঠ স্থানে শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ পেয়ে সপ্তম স্থানে পিঙ্কি খাতুন, শান্তনু পাল, প্রতীক মন্ডল, ৪৯১ পেয়ে অষ্টম স্থানে শর্মিষ্ঠা ঘোড়াই, সেক রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সৈকত রায়। ৪৯০ পেয়ে নবমস্থানে সাহেব দাস অধিকারী আর অমিয় শাসমল। ৪৮৯ পেয়ে দশম স্থানে শর্মিষ্ঠা মহাপাত্র, আকাশ ঘোষ, সৌম্যদীপ করন, শুভজিৎ শাসমল, শৈলেশ জানা, পবিত্র বেরা।

স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ১২৭ জন বিজ্ঞান বিভাগ সহ মোট ২৪৭ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই প্রথম বিভাগে উর্ত্তীণ হয়েছে। এই কৃতিত্বের জন্য ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন পরম নিষ্ঠার সাথে পঠনপাঠনে একাত্ম হয়েছিলেন শিষ্য এবং গুরুকুল। তারই নিদর্শন দেখা গেছে এই ফলাফলে।

- Advertisement -
Latest news
Related news